আমাদের কথা খুঁজে নিন

   

বিরক্তিকর

*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*

মোবাইলে কথা বলাটা জরুরী। কিন্তু কেউ যখন ঘন্টার পর ঘন্টা কথা বলে তখন আশে-পাশে থাকলে চরম বিরক্তিকর মনে হয়.....বিরক্তি চরম মাত্রায় পৌঁছায় তখনই কোন ছেলেদেরকে ফোনে সবসময় কটর-পটর করতে দেখলে....নিজে খুব দরকারী কথা থাকলে ২ মিনিটে শেষ করি,নয়তো কথা বলার জন্য ৩০ সেকেন্ডই যথেষ্ঠ .... আমার শান্তশিষ্ট,গোবেচারা ছোট ভাইটা ইন্টারের পর যখন কো-এডুকেশনে গেল তখন দেখি সে বেমালুম বদলে গেছে।যারে সারাদিন ধরে পিটনা দিলে ও কোন টু শব্দ করতো না সেই সুইট বেকুব ভাইটার আমার কানের কাছ থেকে মোবাইল সরেই না। প্রায়ই বলতাম এত বন্ধু- বান্ধবীদের সাথে কথা বলার সিডিউল মনে রাখতে না পারলে একজন সেক্রেটারী রাখো।মোবাইলের ব্যালেন্স না থাকলে ল্যান্ড ফোনের উপর দিয়ে ঝড় বয়ে যেত। বাবা এত চুপচাপ মানুষ শেষপর্যন্ত উনি ও ছোটকে ধমক দিত আর মা খালি হায়,হায় করে বলতো তার রাজপুত্তের মতন ছেলেটা এমন বদলে গেল কেন??যে,যাই বলুক নিজেকে সবসময় সেফ পজিশনে রাখতাম বলে মনে মনে বন্ধু- বান্ধবীদের মুন্ডু চিবিয়ে খেলেও ভাই বাসায় না থাকলে কথা বলতাম বেশ ভালো করেই। যার জন্য তার বান্ধবীরা কিউট আর ভালো দিদি ভাবে আজো মহা বেকুব+বদ টাইপের এক ফ্রেন্ডকেও দেখি অফিস থেকে ফিরে ঠিক মতন চা-নাস্তা খায় কিনা সন্দেহ মোবাইল কানে ঝুলিয়ে রাখে(কয়টা মোবাইল নিয়া বসে,কে জানে)।সবসময় বিজি থাকে আর ক্যাঁচর,প্যাঁচর চলতেই থাকে। কয়দিন ভাবছি ওর সবগুলো সেট একসাথে নষ্ট হয়না কেন??এত কথা বলে মুখ ব্যাথা করে না কেন,কানের দীর্ঘমেয়াদী ক্ষতি হয় না কেন??তারপর ও দেখি কানের কাছে মোবাইল থাকে আর মুখ নড়তেই থাকে।এত কথা বলে কি করে মানুষ!! চরম বিরক্তিকর . . . (...এই ইমোটারে রাগের যথার্থ মনে হচ্ছে না.....রাগে কান দিয়ে ধোঁয়া বের হবার ইমোর দরকার)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।