আমি জানিনা, আমি টিভির সামনে বসলেই কি এইসব বস্তাপঁচা এ্যাড বেশি দেখায় কি-না! বিরক্তিকর বিজ্ঞাপনের শর্টলিষ্ট..পছন্দমতো আপনের্টা বসায়া নিয়েন।
১. আমজনতার ড্রিংকস.. এর চেয়ে বোকাচোদা মার্কা বিজ্ঞাপন আমার জীবনে দেখিনাই। কুড়ি বাইশ বছর আগেও বিজ্ঞাপনের মান অনেক ভালো ছিলো দেশে! মাথাভর্তি সারের গোবর না থাকলে এরাম এ্যাড নির্মানের আইডিয়া আসে কেমনে?
২. "শোনো মেয়ে"....এই গান শুনলেই চোখের সামনে ভেসে উঠবে এক উদ্ভিন্নাযৌবনার মুখ..যার সুসরি জাগানো অঙ্গভঙ্গি বিজ্ঞাপিত পন্যের কথাই বেমালুম ভুলিয়ে দেবে। সমুদ্র সৈকত না জানি নদীর কিনারায় উদ্বাহু ছুটছে সে। হঠাৎ তরবারি কাপছাড়া করার মতো মোড়ক থেকে বেরিয়ে আসে অত্যাশ্চর্য সেই সাবান, যা দিয়ে গোসল করলে এমন সুন্দরী হওয়া যায়(কৈ কোনো বিশ্ব সুন্দরী প্রতিযোগীতায় তো দেখলামনা!)। আগে তাও সাবানের মোড়কের মতোই নিজের পোষাক খুলে ছুড়ে দিতো ললনা, কিন্তু সম্ভবত: সেন্সরের খরগের নিচে ব্যাচারা নির্মাতার সেই আসল "সিন"টা কাটা পড়ে গেছে। শেষ পর্যন্ত সমু্দ্র সৈকতের পাশে একটা বাথটাবে গোসল করতে দেখা যায় যুবতীকে!!!
৩. চু-চু ডায়পার, নিপল এবং কিডস সামগ্রীগুলোর বিজ্ঞাপনে ব্যাটাগুলার মুখের ভঙ্গিমা এবং বলার ধরন দেখলে নিজেরই শরম লাগে। (আপা..এইযে আপনের চুচু নিপল..সব ঠিকাছে তো..) এই হৈলো ভাষা!
৪. রিয়াজের ধবধপে সাদার এ্যাড
ভাগ্যিস টিভি কম দেখা হয়।নৈলে আরো না জানি কতো ন্যাষ্টিক জিনিস দেখতে হৈতো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।