আমাদের কথা খুঁজে নিন

   

বিরক্তিকর ব্লগার

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



কিছু ব্লগার আছেন যারা বিরক্তির উৎপাদন করে থাকেন অনেকের কাছে। নিজের নামে খারাপ কথা শুনতে ভাল লাগে না। কিন্তু যতটা পারি আনবায়াসড লিস্ট করার চেষ্টা করব। সম্ভাব্য বিরক্তিকর ব্লগার 1। এম হোসেইন আলতু ফালতু লেখা দিয়ে ফ্লাডিং করে সবার বিরক্তি উৎপাদন করেছেন।

2। মোঃ সাকিব আল মাহমুদ আলতু ফালতু লেখা দিয়ে ফ্লাডিং করে সবার বিরক্তি উৎপাদন করেছেন। কিন্তু ইদানিং আবার কিছু ভাল পোস্ট ও মন্তব্য করছেন। 3। ত্রিভুজ নিবর্ুদ্ধ চিৎকার, যুক্তি মানতে না চাওয় এই ছেলেটি ইসলামে নিয়ে পক্ষে বিপক্ষে যে কোন কথা হলেই ঝাপিয়ে পড়ে।

ব্যাক্তিগত আক্রমন করে ইগনোর লিস্ট, তৈরী আরও অন্যান্য পোস্ট এবং মন্তব্য অনেকের নিন্দা কুড়িয়েছে। (এ ব্যাপারে আমার সাথেও অনেক কথা কাটাকাটি হয়েছে সুতরাং এটা একটা বায়াসড এন্ট্রি হতে পারে। ) নিয়ম হচ্ছে: 1। 0-100 এর মধ্যে একটি সংখ্যা দিয়ে ব্লগারের বিরক্তির মান নির্ধারন করুন। 100 মানে সবচে খারাপ, বিরক্তিকর ব্লগার।

2। নিজেকে কেউ নাম্বার দিলে সেটা ইগনোর করা হবে। 3। লিস্টে দেয়া ক্রম অনুসরন করুন 5। যদি কোন ব্লগার যোগ করতে চান কমেন্টে জানান, আমি মূল পোস্টে তা যোগ করে দিব।

কেউ আগে ক্রম নির্ধারন করলে সেটাই গ্রহন করা হবে। 6। সঙ্গে এক বা একাধিক লাইনের একটি কারন লিখে দিন। কোন কারন উল্লেখ্য না থাকলে ধরে নেয়া আপনি এই পোস্টের কারন গুলোর সাথে একমত। 7।

এনোনিমাস ভোট দিতে চাইলে এ ইমেইল করে জানান। আমি তা সংযুক্ত করে দিব। কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমি চ্যালেঞ্জকারী বা সবার কাছে সেই আইডেন্টিটি জানিয়ে দেব। 8। তিন দিন পরে দেয়া কমেন্ট আর গ্রহন করা হবে না।

আজ ঢাকা সময় জুন 13, 2006 রাত 1 টা থেকে জুন 16, 2006 রাত 1 টা পর্যন্ত দেয়া কমেন্টগুলো নেয়া হবে। 9। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটা লিস্ট প্রকাশ করা হবে তারপর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।