আমাদের কথা খুঁজে নিন

   

অত্যন্ত বিরক্তিকর ব্যাপার

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

আমি কাউকে না বলতে পারি না। এটা অত্যন্ত বিরক্তিকর ব্যাপার আমার জন্য। যেমন আজকে এক ভাইএর ছেলের সাথে কথা বলছিলাম, তাকে যে বলবো ফোন রাখি তা বলতে পারছিলাম না, সে ইনিয়ে বিনিয়ে ১৬ গুষ্টির গল্প শোনাচ্ছিল। কি করে না বলবো ভাবছিলাম। আমার আজকে ১টা এ্যাসাইনমেন্ট করা বাকী ছিল, তাকে বললে সে মাইন্ড করবে ভেবে আমি তাকে ফোন রাখি বলতে পারলাম না।

তারপর নিজের মোবাইল থেকে নিজের নাম্বারে কল করে ফোনের মত শব্দ করে তারপর রিংটোন বাজিয়ে বললাম, জরুরী ১টা ফোন আসছে পরে কথা হবে। কিছুদিন আগে একটা ওয়ার্কসপ হয়েছিল আমাদের ক্লাসের জন্য কিন্তু সেখানে জুনিয়ররাও ইনভাইটেড ছিল। আমার পাশে এক জুনিয়র মেয়ে এসে বসল। এসে শুরু করল, আপু দেখেছেন, এইটা কি কোন প্রেজেন্টেশন হল?! আমি খেয়াল না করায় সে আমাকে জিজ্ঞেস করল, আপু আপনার কি এটা ভাল লাগছে?! আমি বললাম, ঠিকমত শুনতে পারছি না। (আমি মনোযোগ সহকারে প্রেজেন্টেশনটা দেখতে চাচ্ছিলাম কিন্তু প্রেজেন্টারের গলার আওয়াজ বেশি না থাকায় আর পেছনে বসায় আমাকে বেশ কষ্ট করে শুনতে হচ্ছিল) এবার আবার শুরু হল, হি ইজ নট আ গুড প্রেজেন্টার! লুক এ্যাট হিজ হেয়ার! ইশ হেসে মরে যাই! মাথায় নেই চুল আবার জেল লাগিয়েছে! লম্বু গুন্ডা আমার মনে হচ্ছিল টাস করে মেয়েটার গালে একটা চড় মেরে বলি, তোমার যদি ভাল না লাগে এখানে কেন এসেছ? এটাতে তো তোমাদের আসাটা বাধ্যতামূলক না।

এখনই বের হয়ে যাও আর বিরক্ত করো না। আমি তা বলতে পারলাম না। সে আমার জন্য আরও বড় শক রেডি করল। এবার সে তার ব্যাগ থেকে টিফিন বক্স বের করে বলল, আপু আমি খাচ্ছি, একটু খেয়াল রাখেন তো হাবলাটা এদিকে তাকায় কি না। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম।

কিন্তু তাকে কিছু বলতে পারলাম না। আমার সম্পর্কে আমার এক বান্ধবীর মন্তব্য, "তোমার মাথাটা যদি কেউ কেটে নেয়, তাহলেও তুমি বলবা না কোন সমস্যা নাই"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.