এস যখন স্বপ্ন নিভু নিভু প্রদীপের আলোয়
লাটিমের মতো ঘুরতে ঘুরতে
হঠাৎ থেমে পড়ে
মনে পড়ে ,
তোমার ছোট সেই পুতুলের খেলাঘরে
একজন আসে ভেঙ্গে দিতে
২.
ছোট ছোট স্বপ্নের কাছে দেনা আছি
আর তুমি তো দুঃস্বপ্নের কাছে ঋণী
অসম্ভবের দুয়ার থেকে তবু তো ফিরেছি
হয়তো সকাল আর হবে না কখনো এখানে
তবু আর স্বপ্নেরা দেবেনা ফাকি।
ঘুম আসবার কথা ভেবে আমি আর
কত সহস্র বছর এই নির্জনতার পুজো করে যাবো
যদি বলো এই বিকলাঙ্গ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।