দেশের ভাল মন্দ দেখার দায়িত্ব আমাদেরই...আসুন দেশটাকে সুন্দর করি।
রোববার সংসদ অধিবেশনের শুরুতে মন্ত্রী ও সরকারি দলের সাংসদদের অনুপস্থিতিতে স্পিকার আবদুল হামিদের ক্ষোভেই 'সংসদ কার্যকর নেই' প্রমাণ হয়েুছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "সরকারের মন্ত্রী ও সাংসদদের সংসদে না পেয়ে স্পিকারের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তা থেকে প্রমাণিত হয়, সংসদ কার্যকর নেই। '' তিনি অভিযোগ করে বলেন, "সরকারি দল সংসদকে অকার্যকর করে ফেলেছে। এখন তারা রাষ্ট্রকে অকার্যকর করার ষড়যন্ত্র¿ করছে।
'' রোববার সংসদে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্পিকার বলেন, "সংসদে প্রথম সারিতে মন্ত্রিসভার সদস্য ও সাংসদরা নেই- এটাকে আমি ভালভাবে দেখছি না, সহজভাবে নিতে পারছি না। '' দেলোয়ার বলেন, "সরকারি দলের সাংসদরা জানেন, তারা সাজানো নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে এসেছেন। তাই সংসদে না গিয়ে টেন্ডারবাজি, তদবির ব্যবসাতেই বেশি আগ্রহী হয়ে পড়েছেন। "এ জন্য তারা সংসদে যান না। এ কারণে স্পিকার রোববার সংসদ অধিবেশনের শুরুতে সরকারি দলের উপস্থিতি সম্পর্কে নিজের ক্ষোভের কথা প্রধানমন্ত্রী ও সংসদ নেতার উদ্দেশে প্রকাশ করেছেন।
" অপর এক প্রশ্নের জবাবে দেলোয়ার সংসদে যাওয়ার বিষয়ে বিএনপির অবস্থান আবারও জানিয়ে বলেন, "আমরা সংসদে যেতে চেয়েছি, যেতে আগ্রহী। কিন্তু সংসদে এমন পরিবেশ সৃষ্টি করা হয়েছে যে বিরোধী দল সংসদে যেতে পারছে না। সুষ্ঠু পরিবেশ তৈরি করা হলেই আমরা সংসদে ফিরে যাব। " নবম সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার পর টানা দুইটি অধিবেশনে বিএনপি সংসদে যোগদান থেকে বিরত রয়েছে। টেকনাফের কাছে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া ও সেখানে মিয়ামারের সৈন্য সমাবেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেলোয়ার এ ব্যাপারে সরকারকে কূটনৈতিক তৎপরতা জোরদার করার আহবান জানান।
কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে সরকারের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, "মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া ও সেখানে তাদের সৈন্য সমাবেশের বিষয়টি নিয়ে সরকারের কূটনৈতিক তৎপরতার চালানো উচিত ছিল। " আগে থেকেই সরকারের কঠোর অবস্থান নেওয়া উচিত ছিল মন্তব্য করে তিনি টেকনাফ সীমান্তে আইন প্রয়োগকারী সংস্থার পর্যবেক্ষণ বাড়ানোর জন্যও সরকারকে পরামর্শ দেন। ২১ আগস্ট গ্রেনেড মামলায় জড়িয়ে পুলিশ হেফাজতে (রিমান্ড) সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুকে জিজ্ঞাসাবাদের নিন্দা জানিয়ে দেলোয়ার বলেন, "রিমান্ডে নিয়ে তাকে অত্যাচার করা হচ্ছে। বৈদ্যুতিক শক দিয়ে কথা আদায়ের অপচেষ্টা করা হচ্ছে। " এ সময়ে দলের যুগ্ম-মহাসচিব অধ্যাপক আবদুল মান্নান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নতুন সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সফু, যুবদলের সহসভাপতি আবদুল কাইযুম চৌধুরী প্রমুখু উপস্থিত ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।