আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি
এই ব্লগে শাশ্বত সত্য একটি অতি পরিচিত নাম, আপনাদের ভালোবাসা। এই ব্লগ আমাদের শাশ্বত সত্যকে করে দিয়েছে আপনাদের সবার। মরণব্যাধি এনকাইলোজিং স্পন্ডিলাইটিস দীর্ঘদিন ধরে কুড়ে কুড়ে খাচ্ছে সপ্রতিভ এই ছেলেটিকে। তাঁকে বাঁচাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ যখন শপথ গ্রহণ করেছিলো গত বছর; সেসময় সেই শপথে অংশ নিয়েছিলেন এই ব্লগের অসংখ্য আপনজন ও দেশে অসংখ্য মানুষ। তাদের সবার সহযোগিতায় যোগাড় হয়েছিলো শাশ্বত সত্য'র প্রথম পর্যায়ের চিকিৎসা ব্যয়।
আপনারা জেনে খানিকটা আনন্দ পাবেন যে, শাশ্বতর প্রথম পর্যায়ের চিকিৎসা বেশ সফলতার সঙ্গেই সম্পন্ন হয়েছে। এরপর আবার থমকে যেতে হয়েছে আমাদের। যে অর্থ সংগ্রহ হয়েছিলো তা প্রায় নিঃশেষ প্রথম পর্যায়ের চিকিৎসাতেই। সেই থেকে থমকে আছে শাশ্বতর বাকি চিকিৎসাও।
কিন্তু আমরা তো শপথ নিয়েছিলাম শাশ্বতকে বাঁচানোর।
তাই আজো থামিনি আমরা। গত ১৫ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর গ্যালারিতে আমরা বিভাগের পক্ষ থেকে শুরু করেছি তিনদিনের চলচ্চিত্র প্রদর্শনী। প্রথম দিন ২টি ও আজ ১৬ ডিসেম্বর ৪টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। ১৭ ডিসেম্বর প্রদর্শিত হবে আরো দুটি।
আমরা হতাশ হইনি এই দেখে যে, আজো কারো ভালোবাসা ম্লান হয়নি শাশ্বতর জন্য।
প্রতিটি চলচ্চিত্রে এত দর্শক সমাগম হয়েছে যে, স্থান সংকুলানের অভাবে অনেককে চলচ্চিত্রের টিকিট দেয়া সম্ভব হয়নি।
এখানেই সব অর্থ যোগাড় হবে না। ওর পরবর্তী চিকিৎসার জন্য দরকার আরো প্রায় ২০ লাখ টাকা। তাই জানুয়ারিতে বড় তারকাদের আয়োজনে বড় একটি কনসার্টের প্রম্তুতি চলছে। সেইসঙ্গে দরকার আরো সহায়তা।
আমরা আবারো চেয়ে আছি আপনাদের দিকে। তাই এখনো সচল আছে শাশ্বতকে সহায়তা করার দুটো ব্যাংক হিসাব। আমরা বিশ্বাস করি, আমরা আমাদের শপথ রক্ষা করতে সক্ষম হবো সবার সহযোগিতায়, যে কোন মূল্যে বাঁচাবোই শাশ্বত সত্যকে।
সহায়তা পাঠনোর ঠিকানা:
১.
শাশ্বত চিকিৎসা সহায়তা
অ্যাকাউন্ট নম্বর: ৩৪২৬০৪৯৮, অগ্রণী ব্যাংক লিমিটেড,
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা, রাজাহী।
২.
Saswota Chikitsa_Sohayota' AC no: 135-101-33705, Swift Code: DBBL BD DH 100, Dutch-Bangla Bank Lomited.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।