আমাদের কথা খুঁজে নিন

   

শাশ্বত সত্যকে বাঁচাতে চাই আমরা


অনলাইন ডোনেশনের লিংক এ্যাড করা হল অনলাইন ডোনেশনের লিংক শাশ্বত সত্যকে বাঁচাতে চাই আমরা এই আহ্বানে সারা দিতে গিয়ে কিছু ব্লগার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু....... আপনাদের কাছে সহায়তার বার্তা পৌছানোর পরও আশায় বুক বাধা যাচ্ছে না। বন্ধুরা.. শ্বাশ্বত ঢাকায় থাকলে তাকে প্রদীপের আলোয় তুলে আনার জন্য ইলোক্ট্রিক ও প্রিন্ট মিডিয়া হয়তো ঝাপিয়ে পরতো। দূর্ভাগ্য শ্বাশ্বতর... সুদুর রাজশাহীতে অবস্থান করার হেতু তার কথা রাজধানীর চাকচিক্কে মানানসই হচ্ছে না। সে তো ঢাকার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় অথবা নামি কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও পড়ে না।

তাই তার বন্ধুরা কোন বড় বড় কনসার্ট আয়োজনও করতে পারে না। আচ্ছা বলতে পারেন ক্যান সব্বার যায়গা ঢাকায় হয় না? কেউ মনে কষ্ট পেয়ে থাকলে দু:খিত.. আগামী জুন ১২, ২০০৮ এর মধ্যে আপনাদের কাছ থেকে সংগৃহীত তহবিল শ্বাশ্বত’র হাতে পৌছাবো বলে ভাবা হয়েছিল। সেই অনুযায়ী প্রোগ্রাম ফাইনাল ও করা হয়েছিল। কিন্তু শ্বাশ্বত ৯ তারিখ ভারতে চলে যাওয়া হেতু আমাদের সংগ্রহের সময়সীমা হয়তো কিছুদিন বৃদ্ধি পাবে। সো আপনাদের কাছে উদাত্ত্ব আহ্বান... এগিয়ে আসুন দেশের ভেতর এবং দেশের বাইরে থেকে যে কেউ চিকিৎসার খরচে অংশগ্রহন করতে এগিয়ে আসতে চাইলে।

ঢাকার একটা ব্যাংক একাউন্ট নম্বর সুইফট কোড সহ প্রদান করলাম। যেখানে আপনার ডোনেশন জমা হবে। একাউন্ট নম্বর: Name of Account : MD SHAFIQUL ISLAM CHOWDHURY Bank Account Number : 01-2525712-01 SWIFT Number : SCBLBDDX Name of Bank and Address : Standard Chartered Bank Name of Branch : Dhanmondi Branch Address : House No 37. Road No. 2, Dhanmondi R/A, Dhaka-1205, Bangladesh Fax : 880-2-9560377 কেউ যদি ওয়েস্টার্ণ ইউনিয়নের (WESTERN UNION) মাধ্যমে চিকিৎসার খরচে অংশগ্রহন করতে চান: Account Name: Md. Shafiqul Islam Chowdhury Savings Account Number: 5077 UTTORA BANK LTD. Shyamoli Brnach; Dhaka আপনাদের পিন নম্বর এ মেইল করে জানিয়ে দিতে অনুরোধ করছি। অথবা এসএমএস করুন +৮৮০১৭১৩০৪৫৪৯১। এখানে টুটুল ভাইয়ের পোস্ট টি লিংক করা হল লাইভ ফান্ড রাইজিং ::: শ্বাশ্বত সত্যর জন্য ::: অনলাইন পেমেন্ট পূর্বের পোস্টর লিংক: Click This Link Click This Link Click This Link
 



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।