একটু আগে ব্লগে একটা পোস্ট দেখলাম, জেমস-এর হিন্দি 'ভিগি ভিগি' গানটা নিয়ে।
না জেনে-শুনে হুট করে পোস্ট করা ঠিক না ভাই।
এই গানটাকে মোটেও নকল বলা যাবে না। সেটা ব্লগাররা বললেনও। ওই পোস্টটা দেখেই আমার নতুন এ পোস্ট।
মাইলস বনাম আন্নু মালিক
........................
আমি এবার মাইলস-এর 'ফিরিয়ে দাও' গানটি নিয়ে কিছু বলতে চাই।
শাফিন আহমেদ মামলা করার পর উল্টো নিজেরাই ফেঁসে গিয়েছেন।
কারণ, এতে প্রমাণিত হয় শাফিন আহমেদরা পাকিস্তানি গানটা থেকেই কপি মেরেছিলেন। আর আন্নু মালিক পাকিস্তানি ব্যান্ডটির কাছ থেকে স্বত্ত্ব কিনে নিয়েছিলেন।
বেবী নাজনীন বনাম তিনি নিজেই!
...........................
এবার বলবো, বেবী নাজনীনের 'ও তুমি ছাড়া বাঁচি না' গানটা নিয়ে।
'লাভ আজকাল' ছবিটি রিলিজ করার পর ছবির 'আহু আহু' গানটা শোনার পর বাংলাদেশী অনেক শ্রোতাই মনে করেছেন প্রীতম বুঝি এটা বেবী নাজনীনের গানটার কপি করেছেন। এমনকি সাংবাদিকরা যখন বেবী'র কাছে গেলেন, বেবীও তা-ই বললেন। তার গান নকল করেছেন প্রীতম। কিন্তু তিনি নাকি সন্তুষ্ট প্রীতমের ওপর!
............ এবার আপনাদের সত্যি কথাটি বলি। বলতে পারেন হাঁড়ির খবর।
গানটি ১৯৬২ সালের একটি পাঞ্জাবি গান। সেখানকার জনিপ্রয় কবি, গীতিকার শীব কুমার বাতলভির [অনেকটা আমাদের দেশের শাহ্ আব্দুল করিমের মত] খুবই জনিপ্রয় একটি গান এটি। এ পর্যন্ত ভারত-পাকিস্তানের পাঞ্জাব অধ্যুষিত ১৭ জন কণ্ঠশিল্পী এ গানটি স্বকণ্ঠে গেয়েছেন। সর্বেশষ গেয়েছেন ভারতের পাঞ্জাবি গায়ক হংস রাজ হংস। পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আবিদা পারভিনও এ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।
ছবির প্রয়োজনে পরিচালক ইমতিয়াজ আলীর পরামর্শে এ গানটির পূণঃনির্মাণ করেন প্রীতম।
.............. এবার আবার আসি বেবী নাজনীনের কথায়, বেবী নাজনীনের যে অ্যালবামে এ গানটি রয়েছে সে অ্যালবামের সবক'টি গানের সুর ও সঙ্গীত করেছেন অন্যরা। কেবল এই গানটির সুর ও সঙ্গীত করেছেন তিনি নিজেই!!!! এরপরো কথা থেকে যায়। বেবী নাজনীনই যে প্রথম বাংলাদেশে এ গানের সুর প্রথম নকল করেছেন তাও নয়!!!
২০০৩ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত বাংলা ছবি 'বাঁচাও' এই সুরে একটি গান কম্পোজ করেছেন এস আই টুটুল।
.........................
তাহলে এবার বিচারের ভার ব্লগাররা আপনাদের হাতেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।