সবাই বলছেন যে আগামী নোবেলটা পুরস্কারটা আমিই পাবো,এটা কি শুধু বলার জন্য বলা? যদি ও আমাদের দেশে এক শ্রেণীর লোক আছেন যারা বেশির ভাগ কথা বলার জন্যই বলেন,তাদেরকে আমরা রাজনীতিবীদ নামে জানি।
যাই হোক,অনাকাঙ্খিত হলেও শুনে খুব একটা অবাক হইনি যে,যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শাল্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন; কেন হইনি সেটা ব্যাখ্যা করতে চেষ্টা করছি।
প্রথমত, যদিও প্রথমত কিন্তু শুরুটা পেছনদিক থেকে করছি।যতদুর জানি ফ্রান্স এর প্রেসিডেন্ট সারকোযি এবং জিম্বাবুয়ে এর প্রাইম মিনিস্টার মরগান ও মনোন্য়নের লিস্টে ছিলেন; কিন্তু আমাদের এই পৃথিবীটা বিভিন্ন ইস্যু নিয়ে এত বেশি দ্বন্দের মধ্যে রয়েছে যে, সত্যিকারের শান্তি আনতে পেরেছেন বা চেষ্টা করেছেন, এমন লোকের সংখ্যা হাতে গোনা। এখন ধরে নিলাম সারকোযি অথবা মরগানের সম্ভাবনা ওবামার চাইতে বেশি ছিল,কিন্তু তাদের কাজের পরিধি কি খুব ছোট ছিল না?
একজন ব্যাক্তি ওবামা, সারা পৃথিবীতে দেখিয়েছেন, মানুষ তার স্বপ্নের পরিধির সমান বিশাল; কৃষ্নাঙ্গ তথা পিতৃপ্রদত্ত সুবিধা বঞ্চিত একটা মানুষ চাইলেই বিশ্বের সর্বোচ্চ আসনে যেতে পারেন, এই আশা যিনি সারা পৃথিবীতে জাগিয়েছেন, তাকে কি আশা আশার জন্য পুরস্কার দেওয়া যাবে না?
তিনি হয়তো অনেক কিছু্ই করবেন বলেছেন কিন্তু কিছু্ই করেননি,তবুও যেটা করেছেন সেটা হলো পৃথিবীর সব শান্তিকামী মানুষের মনে শান্তির আশা জাগিয়েছেন।
আরেকটা ছোট উদাহরণ দেই--
খ্রীস্টান ব্যাক্তি প্রেসিডেন্ট হয়ে মুসলমানদের জন্য কাজ করবে এটা আশা করি না, তবে একটা জিনিস দেখেছি, ওবামা রাষ্ট্রপতি হওয়ার পরে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন তা হলো মুসলিম টেররিস্ট শব্দটা ব্যবহার করা যাবে না। তাই এখন আর মিডিয়ারা গলা মোটা করে গালি দিয়ে বলে না মুসলিম টেররিস্ট ; যে টেররিস্ট সে টেররিস্ট, কোন ধর্ম টেররিস্ট হতে পারে না।
দ্বিতী্যত, আমি আশাবাদী সবকিছু নষ্টদের দখলে যাবে না, একদিন এই পৃথিবী আবার সবুজ হবে; আমি মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, এই একবিংশ শতাব্দীতে ও মানুষকে কেন এখনও যুদ্ধের ময়দানে মারা যেতে হবে???
প্রতিটা যুদ্ধ মৃত্যু কি সভ্যতাতে কালি মাখিয়ে দিয়ে যায় না? তবু ভালো লাগে এটা শুনতে ইসরায়েলের বিরোধীতার পর ও আমেরিকা ইরানের সাথে আলোচনা করে,ওবামার কারণেই নয় কি? কোনো ফলাফল না হোক, শুরুতো হলো।
আজকে পেপারে পড়লাম আমেরিকায় রেসিজম বিরোধী আরেকটি নতুন আইন হচ্ছে,এটাও কি শান্তির জন্য আরেকটি পদক্ষেপ নয়?
আমি আশাবাদী বলেই পক্ষ নিলাম;
ব্লগার বন্ধুরা আপনাদের মতামত পেলে খুশী হব;
পড়ার জন্য ধন্যবাদ;
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।