আমার সম্পর্কে বলার মতো কিছু নেই।
আগামী ১৪-১৮ নভেম্বর ওয়ার্কার্স পার্টির ৮ম কংগ্রেসঃ
আগামী ১৪-১৮ নভেম্বর, ২০০৯ ঢাকায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৮ম কংগ্রেস অনুষ্ঠিত হবে। জাতীয় জীবনের এক ক্রান্তিকালে দেশ যখন পুনরায় তার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভিত্তিভূমিতে ফেরার যাত্রা শুরু করেছে সেই মুহূর্তে ঐ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে আরও দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ করা এবং পরিবর্তনের যে আকাংখা জনগণকে প্রতিমুহূর্ত তাড়িত করছে সেই লক্ষ্য সাধনের জন্য বাম বিকল্প শক্তি ও সমাবেশকে আরও দৃঢ়ভাবে সংগঠিত করা আরও বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। জরুরি হয়ে দাঁড়িয়েছে দেশ, জাতি ও বিশ্বমানবতার শত্রু সাম্রাজ্যবাদ, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামকে শানিত করা। জাতীয় সম্পদ ও জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ব্যাপক জনজমায়েত জরুরি রাজনৈতিক কর্তব্য।
বিগত সাত বছরে এদেশের মানুষ সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গিবাদী বিএনপি-জামাত জোটের দুর্নীতি আর দুঃশাসন, সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের বিরাজনীতিকরণের প্রক্রিয়া, নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থা প্রবর্তন ও সাম্রাজ্যবাদী বহুজাতিক কাম্পানির হাতে জাতীয় সম্পদ তুলে দেয়ার দুঃসহ অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছে। বিএনপি-জামাত জোটের বিরুদ্ধে জনগণ ১৪ দলের নেতৃত্বে এক অনন্য গণআন্দালন গড়ে তুলেছিল। সেনাবাহিনীর হস্তক্ষেপে ঐ আন্দোলন কোন পরিণতি দিতে না পারলেও, আন্দোলনের মধ্য দিয়ে জাগ্রত জনচেতনা সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের মাইনাস টু থিওরীসহ একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। ২৯ ডিসেম্বরের নির্বাচনর মধ্য দিয়ে জনগণ অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও গণমূখী পরিবর্তনের পক্ষে বিপুল রায় দিয়েছে। জনগণের ঐ রায়কে বাস্তবায়িত করতে হলে ঐ সংগ্রামকে আরও এগিয়ে নিতে হবে।
তাকে পরিণতির দিকে এগিয়ে দিতে অসাম্পদায়িক শক্তির ঐক্যের বিকল্প নেই।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ১৪ দলের ঐক্য গড়ে তুলে জনগণের সাথে থেকে তাকে পথ দেখিয়েছে, এগিয়ে নিয়েছ এবং এখনও তা অব্যাহত রেখেছে। সমগ্র অভিজ্ঞতায় এটা স্পষ্ট যে, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির ঐক্যকে এগিয়ে নিতে বাম বিকল্প শক্তির আরও বড় ধরনের উন্মেষ ও শক্তি সমাবেশ ঘটাতে হবে। ঐ কর্তব্যকে সামনে রখেই আগামী ১৪-১৮ নভেম্বর ওয়ার্কার্স পার্টির ৮ম কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে।
এই কংগ্রেসের সকল অনুষ্ঠানে দেশবাসীর সমর্থন ও সকল ধরনের সহযোগিতা পার্টিকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে এবং জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির সংগ্রামকে এগিয়ে নেবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।