সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে
দ্বন্দ্বটা যখন বিশ্বাস আর বোধের
তখন কি হবে অহেতুক কথা বলে
যে জ্বলার সে জ্বলে সুন্দরের অনলে
নেপথ্যে জন্ম নেয় প্রতিহিংসা ক্রোধের।
কেউ কেউ চুলের খোঁপায় ফুল গোঁজে
কেউ গোঁজে অদৃশ্য তলোয়ারের ফলা
যে বোঝার বোঝে কথা না হলেও বলা
কেউ স্রেফ খেয়ালে আগুন দেয় সবুজে।
কিছু কিছু সময় তর্কটা নিরর্থক
অর্থহীন হাজার যুক্তির মিছিল
তোমাদের কাছে যা হিংস্র চিল
আমাদের কাছে তা কোমল সাদা বক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।