থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
একজন মানুষের ব্যক্তিগত অভিরুচি থাকতেই পারে। থাবা বাবারও হয়তো ছিল। সে নাস্তিক ছিল, এই কথা বলার আমরা কেউ না।
যদি তাকে নাস্তিক বলতে হয়, তাহলে ইসলামের নিয়ম মেনেই আমি বলতে পারি জামাতিরা "রিয়া" বা লোক দেখানো ইবাদতের পাপ করছে সব সময়ে।
ইসলামে কঠোর ভাবে রিয়া করতে মানা করা আছে। রিয়া যারা করে, তারা যে কতবড় গুনাহগার, তা এক আল্লাহ আর তার রসুল জানেন। জামাত জেনেশুনে রিয়া করছে।
সুতরাং থাবা বাবা আস্তিক বা নাস্তিক, সেই অভিমত দেওয়ার যোগ্য আমরা কেউ নই, আর জামাত তো নয়ই।
মনে রাখবেন, জামাত যে ধর্ম মানে, তা মৌদুদ বলে এক বৃটীশ চরের করে যাওয়া বিকৃত তাফসিরের উপর ভিত্তি করে।
আর একটু খোঁজ করলেই জানতে পারবেন, জামাতের ইসলাম আসলেই বিকৃত ইসলাম।
এখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার আশেপাশের মানুষদের জানানো যে শাহবাগের আন্দোলন ধর্ম নিয়ে না, রাজাকারদের বিরুদ্ধে। এই আন্দোলনে একতাবদ্ধ থাকাটাই এখন জরুরী।
মনে রাখবেন, আল্লাহ সব সময়ে সত্য পথের যাত্রীদের সহায়তা করেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।