আমাদের আঁতুরঘরকে জীবানুমক্ত করতেই ফিরেছি আবার
জানতে চাই :
১. গীবত মানে কি?
২. গীবতের শাস্তি কি?
৩. তওবা করলে গীবতের সাজা মাফ হয় কিনা?
৪. যে প্রতিদিন সকাল সন্ধ্যা গীবত করে তার সাজা কি?
৫. ব্লগে আমি যদি কারো নামে মিথ্যা কুটসা রটাই, নিন্দা করি তা কি গীবত হবে? এর শাস্তিও কি আর সব গীবতের মতো?
৬. গীবত থেকে নিরাপদ থাকার উপায় কি?
৭. বিধর্মী, কাফের, নাস্তিক কিংবা অনৈসলামীক রাজনৈতিক দলের গীবত করলেও কি গুনাহ হয়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।