একজন শব্দ শিকারি
মিথ্যা বলব না, পাকিস্তানকে আমিও একসময় সমর্থন দিতাম। যখন ছোট ছিলাম, যখন আমার বড় ভাইবোনদের দেখতাম পাকিস্তানের খেলা হলেই নাওয়া খাওয়া ভুলে যেতে।
কিন্তু যখন বুঝতে শিখলাম, যখন ৭১ এর ভয়াবহতা আমার চোখে ভেসে উঠল, তখন থেকে আমার বুকে সৃষ্টি হলো পাকিস্তানের জন্য ঘৃণা। আমি বড় ভাইবোনদের কাছে জানতে চাইলাম তারা কেন পাকিস্তান সমর্থন দেয়। জবাবে তারা আমাকে বলে পাকিস্তান মুসলমান দেশ তাই পাকিস্তানকে সমর্থন দিতে হবে।
আমার বড় ভাইবোন কিংবা কতিপয় বন্ধু ফুটবলে কিন্তু মুসলমান দেশ খুঁজে সমর্থন দেয়না। ফুটবলে তাদের প্রিয়-দল ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা স্পেন যাদের মোট জনসংখ্যার ১ শতাংশ মুসলিম। "তাহলে ফুটবলে কেন মুসলিম দেশকে সমর্থন করোনা?" তাদের কাছে এই প্রশ্ন করলে জবাব দেয় মুসলমান দেশ ভালো ফুটবল খেলতে পারেনা। তখন যদি বলি পাকিস্তানরে চেয়ে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ভালো ক্রিকেট খেলে তাদের কেন সাপোর্ট করোনা যদি তোমরা ভালো খেলাই পছন্দ করো।
তারা আসলে নিজেরাই জানেনা তারা কি পছন্দ করবে, কেন পছন্দ করবে।
এক খেলায় বলবে মুসলমান দেশকে সমর্থন দিতে হবে আর অন্য খেলায় বলবে যারা ভালো খেলে তাদের সমর্থন দিতে হবে।
ক্রিকেট খেলায় কেন মুসলিম দলকে সমর্থন দিতে হবে যেখানে ফুটবল খেলায় সমর্থন পায় অমুসলিম দল। আমরা জানি ক্রিকেট খেলাটি কোন মুসলমান আবিষ্কার করেনি বরঞ্চ ক্রিকেট খেলা আবিষ্কার করেছে অমুসলিম দেশ ইংল্যান্ড।
কেউ যখন বলে "মুসলমান মুসলমান ভাই ভাই" এবং এজন্য পাকিস্তানকে সমর্থন দিতে হবে তখন তার সাথে আমি ৭১ এর রাজাকারদের মানসিকতার পার্থক্য দেখিনা। ৭১এও রাজাকারদের মানসিকতা ছিল "মুসলমান মুসলমান ভাই ভাই" তাই তারা চেয়েছিল যে করেই হোক দুই পাকিস্তানকে এক রাখতে হবে।
মুখে তাদের "মুসলমান মুসলমান ভাই ভাই" থাকলেও অন্তরে ছিল কেবল "পাকিস্তান জিন্দাবাদ"। তাই বাংলার মুসলমানদেরও তারা হত্যা করেছে। মুসলমান নারীদের সম্ভ্রমও তারা লুট করেছে।
আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে কি আমি "মুসলমান মুসলমান ভাই ভাই" এই কথায় বিশ্বাসী নই? আমি অবশ্যই এই কথায় বিশ্বাসী। আমি একজন মুসলমান হিসেবে গর্ববোদ করি এবং আমি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে চেষ্টা করি।
মুসলমান হওয়ার পূর্ব শর্ত পাকিস্তানকে সমর্থন করা এমন কোন বাক্য বা দলিল কুরআন কিংবা কোন হাদিছে আছে বলে আমার জানা নেই। আমার ইসলামী চিন্তাবিদ ভাইদের বলব যদি এমন কোন হাদিছ বা দলিল থেকে থাকে তাহলে তা আমাদের জানান।
বাংলাদেশের ক্রিকেট ধীরে ধীরে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে যাচ্ছে। ইন শা আল্লাহ বাংলাদেশই হবে একদিন ক্রিকেটের পরাশক্তি। আমি কখনোই পাকিস্তানকে সমর্থন দিবনা।
তারা ভালো খেললেও নয়, মুসলিম দেশ হিসেবেও নয়।
যারা মুসলিম দেশ হিসেবে পাকিস্তানকে সমর্থন দেয় তারা কি ভুলে গেছে বাংলাদেশটিও একটি মুসলিম দেশ?
আমি জানি আমার একার অসমর্থনে পাকিস্তানের কিছু আসবে যাবেনা, কিন্তু যেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ একে একে সরে আসবে পাকিস্তানের সমর্থন থেকে, যেদিন পাকিস্তান দল বাংলাদেশের মাটিতে ক্রিকেট খেলবে কিন্তু গ্যালারিতে থাকবেনা কোন পাকিস্তানি পতাকা, যেদিন বাংলার বুকে কেউ বুম বুম আফ্রিদি কিংবা পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিবে না সেদিন অবশ্যই পাকিস্তানিরা বুঝতে পারবে তাদের ভুল, সেদিনই হবে তাদের উচিত শিক্ষা। সেই আশাই রইলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।