আমাদের কথা খুঁজে নিন

   

কল্পনার ডালে প্রচুর পাঁচফোড়ন-চেখে বলুন

স্বত্ত সংরক্ষিত

রবি ঠাকুরের দাড়ির ভিতর ছারপোকা যদি বাঁধতো বাসা, চুল-দাড়িহীন রবীন্দ্রনাথ, ভাবছি তাকে লাগতো খাসা। স্যুটেড-বুটেড,খুব ফর্মাল হতেন তখন রবীন্দ্রনাথ, ফ্রায়েড রাইস খাদ্য হত খেতেন কি আর ধোঁয়া-ওঠা ভাত????? রবি'র গানে হিপ-হপ,রক ইয়ং জেনারেশন পাগল, ধুম-ধারাক্কা নাচের তালে গাইত রবি-"দাও মোরে বল"। ডিজে কিংবা কথাবন্ধু রবীন্দ্রনাথ এফ এম জুড়ে, ইন্টারভিউ আর অটোগ্রাফের জন্যে লোকে পড়ত মরে। এই রবি আর সেই রবিতে পার্থক্য আকাশ-মাটি, কল্পনার এই রবীন্দ্রনাথ এক চিলতেও নন তো খাঁটি। ধন্য মোরা -রবি ঠাকুর জন্ম নেন নি আধুনিকতায়, ভাগ্য মোদের খুবই ভালো, নাম লেখান নি ডিজে'র খাতায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।