সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে
যেখানে আজ ছিলো আমার থাকার কথা
সেখানে আজ বাস করে অথৈ নীরবতা
কালো সাপের পেটে ঢোকে জোয়ার-রাত
আন বাড়িতে বাড়ে চাঁদের যাতায়াত
জন্মান্ধ দু'চোখ খোঁজে আলোর দিশা
মধু ভেবে পান করি বিষের শীসা
চোখের ভিতর চোখ পাইনা, মনের ভিতর মন
জানলা দিয়ে হাত বাড়ায় হাজার অকারণ
আমার কাছে এখন অবাঞ্চিত এই পৃথিবীর আলো
নীরবতা, খুব নীরবে আমার ভুবন জ্বালো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।