কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
আইন শৃংখলা রক্ষা করার পাশাপাশী বাড়তী আয়ের এক সূবর্ন সূযোগ। ড্রাইভিং লাইসেন্স নাই বিশাল এক মোটর সাইকেল আরোহীদের। নিত্যদিন ঘটছে দূর্ঘটনা।
এক ঢিলে দুই পাখি, আইন শৃংখলা রক্ষার পাশাপাশী অতিরিক্ত কামাতে হলে আজই দূর্নিতিতে চ্যাম্পিওন হওয়ার মানসিকতায় নিয়ে নেমে পড়ুন। যানজট নিরসনের পাশাপাশী, যাদের হাত একেবারে খালি ঈদের পরে বাড়তি সরকারী বোনাস পাইবার সম্ভাবনা খুবই কম।
বিশেষ করে বর্দি ওয়ালারা
যানজট নিরসনের পাশাপাশী, মানূষকে তটস্থ করে রাখুন যাহাতে সরকারের আইন নয়, অবৈধ আয় বা সরকারী চাঁদা বাজির মাধ্যমে সরকারের সমস্ত কাজ বাংলাদেশী ষ্টাইলে সমাধান করার উদ্যোগী হোন।
দূর্নিতি ঘুস চাঁদা বাজি টেন্ডারবাজি বাংলাদেশের উন্নয়নের মূল চাবি কাঠি। যে সেক্টরে যত বেশী দূর্নিতি হবে সেই সেক্টরেই উন্নয়ন হবে। যোগাযোগ মন্ত্রী বলেছেন তার মন্ত্রনালয়ে জিরো টলারেন্স দূর্নিতি তার মানে ধরে নিতে হবে তার আমলের এখন পর্যন্ত কোন এডিপির কাজ শুরু হয়নি। অথবা দূর্নিতি হবে এই অজুহাতে এখনো ছাড়পত্র দেয়া হয়নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।