আমাদের কথা খুঁজে নিন

   

পিতৃত্ব তোমার (১৬/০১/২০০০)



হৃদয় কোণে বাজিয়ে মাদল জ্বালিয়ে কঠিন চিতা নিঃস্ব হাতে ভুবন বদল ওগো মোর পিতা। । তোমায় আজি পরছে মনে বাড়ছে শুধুই জ্বালা ছিলে তুমি মনের বনে ঝুলিয়ে প্রেমের মালা। । তুমি আমার ছিলে পথিক দেখিয়ে পথের দিশা পথ হারিয়ে পেলাম অধিক স্মৃতির কৃপণ নেশা।

। আমার কথা ভুলতে তোমার দুঃখ হত কত! সেই দুঃখ দিতে আমায় দূরে কেন অত? ভুলের তরে করেছ আঘাত বাড়িয়ে জীবন স্মৃতি স্নেহময়ীর মত সেই হাত গেয়েছে প্রেমের গীতি। । মোর সুখে তব কেঁদে একদিন ভুলি নাই, যেন ভুলি না কত যে ভাল বেসেছ সেদিন জানিনা, আজও জানিনা। ।

মোদের একা রেখে হঠাৎ চল্লে কথায় আজো? মোদের সাথে এতই তফাৎ! তাই নতুন করে সাজো। নিয়ম ভাঙ্গার নিয়ম জেনে ছাড়লে মহা নিয়ম দুঃখ পেলেও, দুঃখ মেনে 'বাসলে সারা জনম। । তোমার ক্ষমা পাওয়ার তরে জ্বলছে হৃদ্য় ভার নিঃস্ব তোমার পুত্র বরে মেনেছি আমি হার। ।

একটি ক্ষণও পেলাম না তোমায় একটি কথা বলার বেসেছ ভাল রেখেছ আমায় হৃদ্য় গোপন তলার। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।