আমাদের কথা খুঁজে নিন

   

আমাকে আপনারা কি বলবেন? ? আওয়ামিলীগ ?? বি এন পি ?? শিবির ?? যা মন চায় বলেন ....আমি বাংলাদেশি । এটাই আমার পরিচয় ।

যযতই জানিবে ততই অবাক হইবে.. "সাগর রুনি, বিডিআর কতজন কত কিসু নিয়ে কত দাবি, কত সমস্যা আমাদের ..এইটা চাই ঐটা চাই, আপনাদের যাদের যত দাবি আসে নিয়া পল্টন ময়দানে বসেন। আমদের দাবি একটাই, কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধির ফাঁসি চাই, তাই আমরা শাহবাগে আন্দোলন করতে বসছি " আমার সকল প্রানপ্রিয় সেই সব আন্দোলন কারী বন্ধুদের বলছি....গত রাতে রাজীব ভাই-কে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। সে একজন তরূন আন্দোলনকারী ও ব্লগার। তাকে কুনো যুদ্ধাপরাধি ক্ষুন করে নাই। করসে ঘৃণ্য রাজনৈতিক কুনো ঘাতক।

তাহলে কেনো আজ শাহবাগে রাজীবের হত্যাকারীর ফাঁসির দাবি উঠে এলো? বহু ডায়ালোগ বাজি করসেন বিভিন্ন ব্লগ পেইজ আর ফেসবুক স্যাটাসে। আজকে আমরা রাজীবের বিচারের সুষ্ঠ তদন্ত চাই। অপরাধীর গ্রেফতার ও ফাঁসি চাই। কে্উ যদি এখন বলে যান পল্টনের সরিয়ালে ঐ সব দাবি নিয়া বসেন। আমরা ঐ বুইড়া রাজাকারদের আগে ফাঁসি দিয়া আসি।

এর পর আপনাদের সাথে যোগ দিবো। ---কি?? খুব মজা লাগতসে না কথা গুলা শুনতে। এতদিন অন্যকুনো দাবির কথা কেউ বললেই সেই বেটাকে হয় রাজাকার নাইলে বিএনপি জামাত শিবির ছাগু মাগু বলে কথা বলার-ই সুযোগ দেন নাই। এখন আবার শুরু হইসে আস্তিক আর নাস্তিক নিয়া তর্ক। কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রেফ নিজেরদের স্বার্থে তরূন সমাজ কে আজ যুদ্ধের মুখে ঠেলে নিয়ে যাচ্ছেন ।

এর দায়ভার কে নিবে ?? কোন রাজনৈতিক দল ক্ষুন করে নাই? কোন রাজনৈতিক দলের নেতারা মা -বোনের ইজ্জত নেয় নাই ? আজ শ্রেফ ঐ বুইড়া রাদের ফাঁসি নিয়া শাহবাগে আন্দোলন করতেসে তরুন। শুরুটা ছিলো গন জাগরন। এর পর লাকীকে যখন "ছালী"নেতা মাইক দিয়া বারি দিলো আবং লাকি নিজে মিডিয়ার সামনে এসে বললো "অন্ধকারের কারনে চোখে দেখতে পাই নাই," তখন আর বুঝতে বাকি রইলো না ঘটনা কুন দিকে যাচ্ছে। ভ্যান গাড়িতে করে যখন আন্দোলন কারিদের জন্য "নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাক্তিরা খাবার পাঠাতে শুরু করলেন ব্যাপারটা আর একটু পরিষ্কার হলো। সংগ্রামি ভাইয়েরা , যখন রায় পেছানো হলো তখন-ও কি আপনরা বুঝতে পারছেন না এদেশের মেধাবি তরূন সমাজের সেন্টিমেন্ট-কে শ্রেফ ব্যবহার করা হচ্ছে এখন ।

এর সমাধান কি ??? কি ??? কিভাবে এই আসন্ন নির্ঘাত গৃহ যুদ্ধ থেকে দেশকে বাঁচানো সম্ভব ?? নিরোপেক্ষ ভাবে বলছি...আপনারা আন্দোলন করুন বিচার বিভাগকে দলীয় প্রভাবমুক্ত করতে । প্রশাষন কে রাজনৈতিক দলের বাইরে নিয়ে আসুন । দেশে সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ সৃ্ষ্টির দাবি জানান। দেশে একটি নির্ভরযোগ্য নির্বাচনী প্রক্রিয়া চালুর জড়ালো দাবি জানান। সঠিক পথে সঠিক মানুষের নিকট দাবি উপস্হাপন করেন।

দরকার হলে তার কার্যালয় ঘেরাও করে দাবি আদায় করেন। আপনার দেশের আইনের প্রতি আস্হা ফিরিয়ে আনেন। শাহবাগে অপরাধি-কে ছেড়ে দিলে আপনি আমি -ই যদি গন পিটুনির দিকে যাই তাহলে আমরা আর সভ্য জাতির পথে যাবো কি ভাবে?? আমরা আবেগ প্রবন জাতি। কিন্তু ভেবে দেখুন আমাদের আবেগ নিয়ে অনেকেই আজ ছিনিমিনি খেলছেন । আজ সবাই জামাত শিবিরের উপর চড়াও হয়েছেন ।

তাদের প্রতিষ্ঠানের সাথে লেনদেন বন্ধের দানি জানাচ্চেন। আরে ভাই না হলে- ও ১ কোটি মানুষের বেকার হয়ে যাওয়ার কথা বলতেসেন এ দাবিতে। যাদের উপর হয়তো আর-ও ৫ কোটি মানুষ নির্ভর করছে। তাই বলছি আবেগে বশিভূত হয়ে কুনো আন্দোলনে যাবেন না। ১৯৭১ এর পর থেকে ২০১৩ পুলিশের কাছে গিয়ে রিপোর্ট চান ।

কোন রাজনৈতিক দলের দ্বারা সবচেয়ে বেশি হত্যা এবং ধর্ষণ হয়েছে । এর পর সেই থেকে আপনার নিজের বিবেক দিয়ে বিচার করুন । মত প্রকাশের এখন অনেক ভাষা আছে। " ফাঁসি চাই, জবাই কর" ....এগুলো কি শিখাচ্ছেন আপনার ছোট ছাট ছেলেমেয়েদের ??? ভেবে দেখুন...... আমাকে আপনারা কি বলবেন? ? আওয়ামিলীগ ?? বি এন পি ?? শিবির ?? যা মন চায় বলেন ....আমি বাংলাদেশি । এটাই আমার পরিচয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.