আমাদের কথা খুঁজে নিন

   

বিনা কারণে এন্ড্রোয়েড সেট রুট করবেন না।

বাংলাদেশ তোমায় ভালবাসি...। অনেকেই জানেনা রুট কি অথচ সেট রুট করে চালায়। এন্ড্রোয়েড সেটে নিজস্ব একটা নিরাপত্তা রক্ষা ব্যবস্থা থাকে। সেট রুট করলে সেই নিরাপত্তা রক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যায়। আন্ড্রোয়েড ফোন কেন রুট করা হয়ঃ কিছু কিছু অ্যাপ্লিকেশান এমন কিছু বিষয়ে এক্সেস চায় যা আনরুট অবস্থায় পাওয়া যায়না।

যেমন সেটের লগ ফাইল, লোকেশন, মেসেজ, কন্টাক্ট, কথোপকথন ইত্যাদি। সেট রুট করলে এই সকল তথ্য এক্সেস করতে আপনার অনুমতির প্রয়োজন হয়না। আপনার সেট যদি স্ট্যান্ডবাই হয়েও থাকে তবুও আপনার অজান্তেই বিভিন্ন তথ্য সংগ্রহ করে সার্ভার বা অন্য কাউকে পাঠাতে পারে। কিছু কিছু ক্ষেত্রে সেট রুট করা ছাড়া অ্যাপ্লিকেশান ব্যবহার করা যায়না। যেমনঃ আপনি এমন একটি অ্যাপ্লিকেশান ব্যবহার করতে চাচ্ছেন যেটি ডিফল্ট লিমিটেড চেয়ে বেশি প্রসেসর, র‍্যাম বা গ্রাফিক্স ব্যবহার করতে চাচ্ছে।

এছাড়াও আরও কিছু রুট ফাইল এক্সেস করতে চাচ্ছে, তখন ঐসকল ইন্সটল ইন্সটল হবেনা বা ইন্সটল হলেও কাজ করবেনা। এছাড়াও সেটের রোম থেকে কোন বিল্ড ইন অ্যাপ্লিকেশান আনইন্সটল করতে বা রোম মডিফাই করতে সেট রুট করার প্রয়োজন হয়। সেট যদি একান্তই রুট করার প্রয়োজন হয় তাহলে যা করবেন- >> অবশ্যই এন্টিভাইরাস ইন্সটল করতে হবে। >> এন্টিভাইরাসে এন্টি এভাস্ট ড্রোপিং অন করে রাখুন। >> কোন অচেনা সোর্স থেকে অ্যাপ্লিকেশান ইন্সটল করবেন না।

>> অ্যাপ্লিকেশান ইন্সটল করার পর দেখে নিন এপ্লিকেশান কি কি তথ্য এক্সেস করছে। >> রুটের প্রয়োজন না হলে আবার আনরুট করে নিন। >> কোন পেমেন্ট গেটোওয়েতে লগিন করার পূর্বে ব্রাউজারে সেফ মোড অন করে নিন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৬২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.