আমাদের কথা খুঁজে নিন

   

গোলাম কিবরিয়া পিনুর কবিতা



মুষলধারা শ্রাবণে মুষলধারা কুঞ্জবনে যাই ইটের বসত কত আর? উর্বরতা নাই, বনবিদ্যা জানি আমি,তুমি জানো নাকি? এসো আজ জলে ভিজে পুষ্পরেণু মাখি। বায়ুদূষণের মহামারী এ নগরে খলনায়কের ক্ষেত্রসুধা এ নগরে বৃষ্টি নেই, জলকষ্ট-খরা ধুলোমাখা জ্বরা, বনফুল টেনে নিয়ে হই মাতোয়ারা। গৃহনামে খুপরি ছেড়ে যাই কম্পনে কম্পনে হই অরণ্যজাত কীসের জাতপাত! শ্রাবণের আগলভাঙা মুষলধারা চাই। অগ্নিপাত নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে হয় অগ্নিপাত এমনই রাত থাকেনা জাতপাত, কী রসায়নের মধ্যে পাথর গলিয়ে দেখি --অকস্মাৎ খরস্রোত-ধারা, মুহূর্তেই ধ্বসে যায় শৃংখলের কারা -- তা কি বলা যায় কলবলিয়ে? আমিও মনুষ্যজাত!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.