এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
আমার একটা জিপির সিম ছিল।
সিমটা গতমাসে কয়েকবার ব্যবহার করা হয়েছে। আমি অনেক ইম্পর্টেন্ট নাম্বারে ঐ সিমটা থেকে কল দিছি যেই নাম্বারগুলো পরে ভূল করে কেটে গেছে। আমি জিপির কাস্টোমার কেয়ারে গেলাম যাতে তারা আমাকে নাম্বারগুলো দেয় সেইজন্যে। কিন্তু তারা বললো সিমটা "মাহিন" নামে কারো নামে রেজিস্ট্রেশন করা। তারা বললো তারা আমাকে আমার টোটাল ইউজেজ দিতে পারবে।
তবে মাহিনকে নিয়ে যেতে হবে। সিমটা আমাকে দিছে আমার এক ভাই। সে যে দোকান থেকে সিমটা কিনছে তার নাম হয়তো মাহিন। সে "মাহিন" নামে সিম কিনছে এবং পরে আমার ভাইয়ের কাছে বিক্রি করে দিছি। আর এখন জিপির কাস্টোমার কেয়ার থেকে বলতেছে সেই মাহিনকে নিয়া যাইতে।
আমি পড়ছি বিপদে। মাহিনকে কই পাবো?
তাদেরকে বুঝালাম যে সিমটা আমার কাছে। সিমটা যে মোবাইলে ইউজ করা হয় তাও আমার কাছে। তাহলে আমাকে দিতে সমস্যা কোথায়?
শ্যামলী কাস্টোমার কেয়ার থেকে কোন সাহায্য পাইলাম না। বিকেলের দিকে ভাবছি মিরপুর কাস্টোমার কেয়ারে যাবো।
কিন্তু কিভাবে কি করতে হবে কিছু বুঝছি না। সিমটাকে আবার রেজিস্ট্রেশন করে নিলে বোধহয় সাহায্য পাওয়া যাবে। আপনারা একটু সাহায্য করুন। কেউ কি কখনো এরকম সমস্যায় পড়েছেন???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।