আমাদের কথা খুঁজে নিন

   

জিপির আচরণে ভয় পেয়েছিলাম



দুপুর পর্যন্ত নেট ব্রাউজ করেছি। কয়েক ঘন্টার বিরতিতে আবার নেট চালু করতে চাইলাম। হচ্ছে না। ডিভাইস হ্যাজ বিন নট এভাইলেবল... এরকম এরর মেসেজ দেখাচ্ছে। আমি ভাবলাম, কাম সারছে।

এইবার হয়তো সিম নষ্ট হয়েছে, কারণ সিমের সোনালী অংশটুকুতে বেশ দাগ হয়েগেছে। কিন্তু না, মোবাইলে সিম ঢুকিয়ে দেখি সচল। তারপর ভাববলাম- মডেমটা হয়তো নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হলে তো গেলই। আমার ইন্টারনেট ব্যবহার খতম।

কাস্টমার কেয়ারে ফোন করলাম। প্রথমে বুঝাইতে কষ্ট হইলো, তারও আগে লাইন পাইতে কষ্ট। যা হোক, বোঝানোর পর আমাকে ইন্টারনেট বিষয়ক বিশেষজ্ঞের কাছে লাইন ট্রান্সফার করে দিল। পরামর্শ: মডেম আন ইনস্টল করে আবার ইনস্টল করলে হয়তো ঠিক হয়ে যাবে। অবশেষে ঠিক হয়ে গেল।

যা ভয় পেয়েছিলাম না!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.