মেহরাব হাসান
একটি মেয়েকে একজন মাঝ বয়সী লোক ফলো করতে থাকে । প্রথম দিকে দেখে মনে হয়েছে একজন মাঝ বয়সী লোক একটি মেয়েকে ডিস্টার্ব করছে । স্বাভাবিক ভবেই নানান রকমেরপ্রশ্ন উদ্ভব হয় । কি করে একজন বাবার বয়সী লোক, মেয়ের বয়সী মেয়েকে ডিস্টার্ব করছে । শেষের দিকে গিয়ে দেখা যায় ঐ লোকটির আসলে ওইটা মেয়েই ছিল ।
এই হল জিপির বিজ্ঞাপন ।
বহু পূর্বে মানুষের কামনা বোধ বাসনা ইত্যাদি স্বাভাবিকতা থেকে ভেঙ্গে দিয়ে ভোগবাদী সমাজে আঘাত করার জন্যই নানা রকমের পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে । বিজ্ঞাপনে ভিন্ন কিছু আরো ভিন্ন কিছু দেখিয়ে ভোক্তাদের বোকা বানানোর কায়দা বহু আগের । মাছের রাজা ইলিশ, বাতির রাজা ফিলিপস,রবির এবার হবেই । সাম্প্রতিক কাউয়ার চর ইত্যাদি নানান রকমের ভিন্নতর আইডিয়া নিয়ে বিজ্ঞাপন নির্মান করে ভোক্তা বোকা বানানো কায়দায় জিপির নতুন বিজ্ঞাপন একেবারেই অন্যরকম ।
বলতে গেলে সুরেলিজম । প্রচলিত ধ্যান ধারনা, সামাজিক যে বাস্তবিকতা সেসব দিক বিবেচনা করলে একজন পুরুষ একজন মেয়ে প্রতিনিয়ত ইভটিজিং সহ নানা ভাবে শারিরিক মানুসিক আঘাত করে আসছে । স্বাভাবিক ভাবে জিপির এই বিজ্ঞাপন দেখে ইভটিজিং ই মনে হয়েছিল, তাও আবার প্রচলিত সমাজ বাস্তবতার বাহিরে থেকে । শেষের বিজ্ঞাপনের তেলেসমাতিতে পাসার দান উল্টে গিয়ে ইভটিজার বাবা হয়ে গেলো ।
সাবাস জিপি, সাবাস ।
হয়তো দেখতে হবে মায়ের বয়সী কোন মেয়েকে কোন পিচ্ছি ছেলে পিছন পিছন ইভটিজারের মত ঘুরতে ঘুরতে শেষে গিয়ে দেখা যাবে সে মা বলে ডাকছে ।
জিপির বিজ্ঞাপনকে নিন্দা জানাই । বন্ধ হোক জিপির এই বিজ্ঞাপন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।