আমি ব্লগিং,চ্যাটিং,ওয়েব ব্রাউজিং ইত্যাদি ও নতুন বন্ধু বানাতে পছন্দ করি।
আরে ভাই, টাকা দিয়েই তো ইন্টারনেট ব্যবহার করছি, ওরা (গ্রামীনফোন) তো আর বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে দিচ্ছে না!!! তবুও ভোগান্তির শেষ নেই……..
গুগল এর পেজ লোডিং হতে ৩০ মিনিট লাগলো…এর পর তো কানেকশন লষ্ট হয়ে গেল।অযথা সারাটা রাত্রি জেগে থাকতে হলো (P3 ব্যবহার করি)।কাষ্টমার কেয়ারে কল করলাম,বলা হলো “সকাল ৭টা থেকে-রাত্রি ১২ টার মধ্যে কল করুন”।অথচ ওদের স্লোগান হচ্ছে “কাছে থাকুন”।
কাছে থাকতে থাকতে একেবারে নেটওয়ার্কের নিচে বসবাস শুরু করলাম (ছাদের উপরে গ্রামীনফোনের নেটওয়ার্ক আছে ),তবুও কোনও লাভ হলো না ।
এই অবস্থা যদি চলতে থাকে তবে ২০২০ সালে কেন,৪০৪০ সালেও বাংলাদেশ ডিজিটাল হবে না !!!
এতক্ষনে ইন্টারনেটে কানেক্টেড হয়ে পোষ্ট টা দিলাম।।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।