অসুস্থ নগরে একটু সুস্থতার খোঁজে ...........
গতকাল জিপির কাস্টমার কেয়ার থেকে জানলাম পি২ প্যাকেজ পারমানেন্টলি বন্ধ হয়ে গেছে । নতুন করে কেউ সংযোগ নিতে পারবেনা, শুধুমাত্র পুরনো ইউজারেরা এ সুবিধা পাবে । আজ চেক করলাম আমার প্রি-পেইড পি৬ এর স্পিড ৮২ কেবিপিএস !
জিপি থেকে জানালো আনলিমিটেড ইউজাররা নাকি ৩ জিবির বেশি ডাউনলোড করে না, তাই লাগাম টেনে ধরার চেষ্টা । ১০ কিলোবাইট নাকি এভারেজ স্পিড (৩জি আনলেও আনলিমিটেড হবেনা এমন সন্দেহ হচ্ছে এখন) । এমন অবস্থা হলে চিটার আইএসপিদের উপর নির্ভর করা ছাড়া উপায় দেখছি না । বাংলালিঙ্ক শুধু আনলিমিটেড ইন্টারনেট দিচ্ছে ৬৫০ টাকায় (জিপিআরএস), কবে এরাও লিমিটেড করে ফেলে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।