আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নের রেলগাড়ি বয়ে যায়- ঝক্কর-ঝক্কর.......

চন্দ্রবিন্দু ও আরও অনেকে, হেঁটে হেঁটে, প্রতিটি শব্দ আমাদের, পার হয়ে যায়...

স্বপ্নের রেলগাড়ি চলে যায়- ঝক্কর-ঝক্কর........ দু'পাশে ধূ-ধূ বন্ধুর প্রান্তর ধূ-ধূ...........ধূ-ধূ........... বিষের মতো নীলাকাশ চেয়ে থাকে নির্নিমেষ চেয়ে দেখি শুধুই ধূ-ধূ বন্ধুর প্রান্তর ধূ-ধূ...........ধূ-ধূ............. দেখি হলুদ রোদের মাঝে এক হলদে শাড়ি জ্বলে প্রান্তর শেষে- ওকি ভূত নাকি সত্যিই মতিভ্রম! হলুদ রোদের মাঝে স্বপ্নের রেলগাড়ি বয়ে যায়- বয়ে যায় থামে না কোথাও- হলুদ রোদের মাঝে শুধুই ঝক্কর-ঝক্কর-........... নগ্ন বন্ধুর প্রান্তর হা করে গেলে জ্বলন্ত হলদে শাড়ি- হঠাৎই দেখি হলদে শাড়ি উড়ে যায়-মিশে যায় বিষের মতো নীলাকাশ মাঝে; তখনো হলুদ রোদের মাঝে স্বপ্নের রেলগাড়ি বয়ে যায়-বয়ে যায় হলুদ রোদের মাঝে শুধুই ঝক্কর-ঝক্কর-............ পৌছাই অন্য এক প্রান্তর- দেখি শেষ সীমানায় অন্য এক হলদে শাড়ি জ্বলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.