উচিত কথা কমু, তাতে মসজিদ আর মাদরাসা কি বাঙালীর হলো চুলের আবেগ।
আমার জ্যাঠায় কয় এই আবেগ হলো কুলুপের মতো । বড় আদর যত্ন কইরা বানায়, আবার ডট মুইছা ফেলে দেয়। মানে এর কোনো ভরসা নাই।
জামাতিরা এতো জিহাদ জিহাদ করলে নিজের তলোয়ারের উপর নিজেই পরিচ্ছদ খুইলা বইসা থাকো।
খুন কইরা খুনের আবার সাপোর্ট করো। হারামিরা তোরা কোনো জাতেরই হলিনা। দাবড়ানি সবে শুরু হইলো।
আর প্রগতিবাদীরা- সবসময় মুক্তমনার ভাব লও না. . তোমাগোও স্পুক মারনে র কাম। মুক্তমনার তকমা লাগাইয়া সব কিছুরে জায়েজ করনের উদারতা দেখাও ।
ব্লগার খুন হয়েছে মানে একজন মানুষ খুন হয়েছে। মানুষ এটাই বড় পরিচয়।
এর বিচার হওয়া উচিত। না হয় দেশে অরাজকতা বেড়ে যাবে।
এই ব্লগারের লিখা পড়লাম।
একজন অধর্মহীন মানুষ হিসাবে। কিন্তু এসবতো লিখা না, এতো বাংলা ভাদ্রমাসে একটি বিশেষ শ্রেণীর পশুর রতি ক্রিয়ার চেয়েও কুৎসিত , স্মাজড। পড়ে বমন আসে।
যৌক্তিক মানদন্ডে ধর্মের অসারতা প্রমাণ করা এক কথা আর দিবালোকে , জন সমাগমে নিজের পরিধান মুক্ত হয়ে নগ্ন হওয়া অন্য কথা।
এই ব্লগারের সৎকার নিয়ে প্রশ্ন ওঠেছে।
কারণ সে খুব জগণ্য ভাবে নবীজীকে সাঃ কে আক্রমণ করেছে। কোনো ইমাম এ লিখা পড়লে মনে হয়না জানাযা পড়াতে রাজি হবে। উনার নিজের মত ও হয়তোবা জানাযার পক্ষে না।
তাহলে উপায়- উনার দেহ কোনো হাসপাতালে দান করা হোক। চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগবে।
জামাত শিবির পন্থি আর উদার পন্থি কমেন্ট করতে আসলে জুতা মারা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।