আমাদের কথা খুঁজে নিন

   

ব্যস্ততা আমাকে দেবে অবসর!

আমার কোনো ঘর নাই, আছে শুধু ঘরের দিকে যাওয়া ......। বিশ্বাসে হারায় বস্তু তর্কে কাছাকাছি .... এম. আর. হোসেন।

ইদানিং আমি খুব ব্যস্ত থাকি, কাজে এবং বিনা কাজে। তবে বিনা কাজটা ও কিন্তু একটা কাজ। যাই হোক, সকাল বেলাতে অফিসে এসে ব্যস্ত হয়ে পড়ি আমার নিজের সাইট গুলোর আপডেটের জন্য।

সাইট গুলো দেখা শেষ এবার টিমের কাজ গুলোর আপডেটের খবরা খবর নিই। তারপর আমাদের লালিত স্বপ্ন ঘাস ফড়িং এ কিছুক্ষণ এরপর নিজের মেইল গুলো চেকআপ করি। তারপর গান গুলো সিলেক্ট করি আজকে কি ধরনের গান শুনব। সর্বশেষ অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ি। কি পরিমাণ আমি ব্যস্ত থাকি তা বুঝাতে পারবোনা।

আসি এবার অফিসের বাহিরের ব্যস্ততা নিয়ে। অফিস থেকে বের হওয়ার পর চিন্তা করি মিরপুর যাব না উত্তরাতে থেকে যাব কারণ ঈদের পর থেকে আমার পকেটে টাকা কম আছে। উত্তরা থেকে মিরপুর আসা যাওয়ায় আমার ৬০ টাকা একস্ট্রা খরচ হয়, যা উত্তরা থাকলে বেঁচে যায়। মন মানেনা মিরপুর যেতে হবে, এবার উত্তরার বাসা থেকে খেয়ে তারপর রওনা হই মিরপুর। সেখানে এসে আমার চোট্ট একটা গার্মেন্টস আছে ঐ টাতে সময় দিতে হয়।

আবার সেখান থেকে ফিরতে রাতের ১২টা বেজে যায়। এরপর আমার রাজনৈতিক টিমের সাথে কিছুক্ষণ আলোচনা। তারপর সময় হলে ইয়াসিনের বাসায় এবং পেটে খিদা থাকলে চটপট পেট ভরে ভাত খাওয়া। সেখান থেকে ফিরে বাসায় এসে রাতের বেলা গোসল এবং সর্বশেষ সময় ১-২টা আমার ঘুম। আমি খুব ব্যস্ত মানুষ তোমাদের মাঝে।

জানি না এই ব্যস্ততা আমাকে কবে দেবে অবসর! দেবে কি তুমি!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।