মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।
পেট্রোবাংলার সামনে জাতীয় কমিটির কালো পতাকা আবস্থান চলছে
পেট্রোবাংলার সামনে তেল-গ্যাস-খণিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি কালো পতাকা নিয়ে আবস্থান করে বিক্ষোভ সমাবেশ করছে। সকাল ১১ টা ১৫ মিনিট থেকে শুরু করে এ অবস্থান ও বিক্ষোভ বেলা ১ টা পর্যন্ত চলবে।
অবস্থান কর্মসুচীতে বক্তব্য রাখেন, জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, কমিউনিষ্ট পার্টির নেতা মোর্শেদ আলী, রুহিন হোসেন প্রিন্স, মাহামুদুর রহমান, বিপ্লবী গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের সমন্বয় জোনায়েদ সাকী, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন অবিলম্বে মডেল পিএসসি ২০০৮ বাতিল করে জনগণের স্বার্থকে প্রধান্য দিয়ে, গ্যাস পাচারের চুক্তি বাতিল করে, ৫ দফা দাবির ভিত্তিতে মডেল পিএসসি ২০০৯ কার্যকর করতে হবে। সরকারের ভুলে গেলে চলবে না যে, ফুলবাড়ির জনগণ জীবন দিয়ে দেশের সম্পদ রক্ষা করেছে। সমুদ্রবক্ষের সম্পদও এদেশের জনগণ রক্ষা করবে। জাতীয় কমিটি জনগণকে সাথে নিয়ে জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে চালিয়ে যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।