আমাদের কথা খুঁজে নিন

   

একুশের চেতনা বৃথা যেতে দেবনা /

একুশের চেতনা বৃথা যেতে দেবনা ****************************** একুশের স্মৃতি স্মরণে এম ,জি, আর , মাসুদ রানা , একুশ আমার অহংকার রাস্ট ভাষা বাংলা চাই মানতে হবে মানতে হবে মা এখন খিদে নেই আমি চললাম বাজান , শুকনো মুখে বেরুতে নেই এই নে আমিই না হয় তোকে খাইয়ে দেই আর ওই লাল জামা বদলে অন্য একটা পড় আমার বুকটা কেমন থর থর করে কি জানি অমঙ্গলের মা , বেরুনোর সময় ওকথা বলনাত আমি প্রদিদিন যাই আজও যাব , কেন যে ভাবনা এত হা খোকা তাই হোক , আর ওই মিছিলে যাস নে বুঝলি না মা সে চিন্তা বাদ তোমার ছেলে আবার তোমার বুকে ফিরে আসবে মা পথ চেয়ে রয় গ্লাসে এখনও সফেদ দুধ হাড়িতে বিনি ভাতের গন্ধ , খলশে মাছের ঝুল দিয়ে খেতে খোকার কত স্বাদ বোন টি স্কুল থেকে এসেই আহাদে গদ্গদ মা ভাইয়া আজও আমার জন্য এটা ওটা আনেনি খাবার বেলা মনে থাকে যেন আমি অর কান মলে দেব মা হাসে দূর পাগল পাড়ার সাবুরানি ভাবি রোজ ফুল দিয়ে যায় হারে গাদা শুধু শুধু নাছানাচি ঘরে পরি আনতে হবেনা শুন মা এবার আর রক্ষে নেই বেশি লাফালাফি করলে টুক টুকে এক বউ এনে দেব সব টিক হয়ে যাবে এ পাড়া অ পাড়া কার অসুখ কার ঘর ভাঙ্গা খবরদারীতে সময় বয়ে যায় বৃদ্ধ সরকার মশাই ছেলের জন্য গর্বিত বিশ্ব বিদ্যালয়ের সেরা মেধাবি তার শিক্ষক একদিন ডেকে বললে আপনার ছেলে একটা হিরা , ভবিষ্যৎ জাতীর রত্ন আজ সবাই নিরব উৎকণ্ঠায় দিনটি ৫২ র একুশে ফেব্রুযারি মিছিলে গুলি , ছেলে এখনও ফিরেনি ঘরে মায়ের দুচোখে রাজ্যর অভিসম্পাত খোকা বলেছিল প্রতিদিনের মত ঘরে ফিরবে সন্ধা ঘনায় তবু ফেরেনি শহীদ স্মৃতি স্মরণে অর্ঘ ১২ /২/ ২০১৩ ং

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।