মিথ্যা কথা আমি বলতে যে পারিনআা ভ্যা ভ্যা ভ্যাবাচেকা খাই..(আসলে এট্টু এট্টু পারি)
ঘটনার লিনক
ঘটনার লিনক
ঘটনার আড়ালে:
কুলসুম নামের এক কাজের মেয়ের ( মতান্তরে ইউটার্ন) জয়নাল নামের ( মতান্তরে জন) নামের এক ড্রাইভারের সাথে ছিলো উরা ধুরা প্রেম। তারা দুই জনই থাকতো ঢাকাতে । কুলসুম সবার সামনে জয়নালকে 'জয়নাল ভাই' ডাকলেও গোপনে তাকে জন বলে ডাকে। কারন ডিভিডি তে "দোস্তানা" ছায়াছবিতে সে দেখেছিলো নায়ক জন আব্রাহাম হলুদ হাফ পেনট পরে দৌড়াতেছে , জয়নালের ও ঠিক সেই রকম একটা হলুদ আনডার ওয়্যার আছে। রং মিল থাকলে রুচির মিল থাকতে পারে , আর তাছাড়া ঘোর অন্ধকারে জয়নালকে জনের মতই লাগে ।
কুলসুম কাজের মেয়ে হলেও গুলশান বনানী এলাকায় কাজ করে। তাই তার অনেক ভাব। ঢাকায় এত লোক জন তার ভালো লাগে না । সবাইকে তার মফিজ মনে হ্য়। ইস্ ঢাকায় যদি শুধু সে আর জয়নাল থাকতো কি মজাই যে হতো...।
কিছু দিন আগে মেম সাহেব তার ব্যংকক থেকে আনা ব্যাগটা ফেলে দিতে গিয়েও কি মণে করে তাকে দিয়ে দেয়।
ব্যাগটা তার খুব পছন্দ হয়। তাই সে ঠিক করে ব্যংকক না হোক গুলিস্তান
থেকে হলেও এবার যা ফিতরা ( মতান্তরে সালামি) পাবে তা দিয়ে একটা ব্যাগ কিনবে ।
যাই হোক,
এবার ঈদের ছুটিতে মেমসাহেবরা গ্রামের বাড়ি গেলে ফিতরার টাকা সহ জয়নালকে নিয়ে সে গুলিস্তান রওনা হয়। বের হয়ে ঢাকা অনেক ফাকা লাগে কুলসুম এর কাছে।
তার ভাবতেই ভালো লাগে মফিজের দল (ঢাকার লোকজন)ধিরে ধিরে ঢাকা ছাড়িতেছে । মনের কথা সে জয়নালকে
জানায়।
জয়নাল সবসময় বলে.....ঈদের পরে যদি ওদেরকে আর ঢাকায় ঢুকতে দেওয়া না হতো!! কুলসুমি অবশ্য তার সাথে এই বিষয়টাতে মোটেও একমত না। কারন সবাইকে ঢকায় ঢুকতে দেওয়া না হলে তাদের মেমসাহেবরাও যে আসতে পারবে না ...
তখন তাদের খাওয়া পরা কিভাবে হবে।
এমন সময় জয়নাল তাকে বলে "জান তুমি ব্যাগটা পছন্দ করতে থাকো আমি একটু হেগে আসি...।
"
কুলসুমের মনটা একটু খারপ হয় ।
তার সাথে বেরাতে এসে জয়নাল কি আগেই ওটা করে আসতে পারত না??
মফিজের মত তাকে একা রেখে .......।
জয়নালের হাগা টা আবার কষা.... তাই বাথরুম থেকে আসতে অনেক সময় লাগে । কুলসুম সময়টাকে কাজে লাগায়...চট করে একটা সাইবার কেফেতে ঢুকে ঘটনাটা নিয়ে একটা ব্লগ লিখে ফেলে ....।
তারপর.......
তারপর সবাই না বুঝে তাকে মাইনাছ দিতে থাকে
টীকা:
মফিজ= মফস্ল শহর থেকে ঢাকায় এসে পপুলেশন বারিয়েছে......ঢাকায় হাগে আর ঈদ করতে বাড়ীতে যায়.....
জয়নাল = জন ওরফে লাঙ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।