সব ক'টা জানালা খুলে দাওনা...
কু কু কু কু উউ...কোকিল ডাকছে...
বারান্দায় বসে আছে দুলাভাই রেডিও হাতে...
শ্যালক হাতে কাটা ডাব আর মুখে তেলতেলে হাসি নিয়ে দুলাভাইয়ের কাছে হাজির
"দুলাভাই, বাজার থেইকা কি মাছ আনুম?"
...উমম...দুলাভাই গাল চুলকায়ে "ইলিশ মাছ আনিস"
পরের সিনে...
রাত্রে খেতে বসেছে জামাই কিন্তু ঝাপসা আলোয় মাছের কাটা বাছতে পারছেনা সে...বিরক্ত হয়ে"এত ঝাপসা আলো, কাটাকুটি কিচ্ছু দেখিনা"
শাশুরি বলে "মানিক, বৈঠকখানার বাত্তিটা এই খানে লাগাতো"
বাত্তি লাগানোর সাথে সাথে ঝলমল করে উঠলো চারপাশ...
দুলাভাই-"কী তামশা! সব ফকফকা ও মানিক কি বাত্তি লাগাইলি?
"
শ্যালক তেলতেলে হাসি নিয়ে --"ক্যান ফিলিপস আলো ও যেমন, টেকেও তেমন"
দুলাভাই -"আসলেই, মাছের রাজা ইলিশ, আর বাত্তির রাজা ফিলিপস"
শালা দুলাভাই শাশুড়ি সবাই মিলে হ্যা হ্যা হ্যা...
এই অসাধারণ(ঐ সময়ের প্রেক্ষিতে) বিজ্ঞাপণটি গতকাল রাতে দেখলাম আবার
গতকাল রাতে আর টিভিতে এ ফর এডভার্টাইজমেন্ট অনুষ্ঠানটি দেখছিলাম...
সেখানে ফিলিপস এর সেই দারুন বিজ্ঞাপনটির কথা বলছিলেন সেই সময়ে তার নির্মানে জড়িত একজন।
বিজ্ঞাপণটি দেখেই এক ঝলকে যেন অতীতে ফিরে গেলাম...
বাসার সাদাকালো টিভি তে দেখা এই বিজ্ঞাপণটি অনেক আনন্দ নিয়ে তখন দেখতাম বাসার সবাই...
কি রেডিও কি টিভি, সব খানে যেন জয়জয় কার...
শালা দুলাভাই এর মধুর সম্পর্ক আর ইলিশ নিয়ে বাঙ্গালীর চিরন্তন ফ্যান্টাসী নিয়ে করা এই বিজ্ঞাপণটি অনেক অনেক দিন মনে থাকবে।
আহা অমন বিজ্ঞাপণ দেখা যায় না বড় একটা এখন, সব ইন্ডিয়ার নকল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।