আমাদের কথা খুঁজে নিন

   

মানিক জোড়

।আমার আমি

‘কথা দিলাম’ আঙ্গুল ছুঁয়ে বলেছিলাম, প্রতিজ্ঞা করলাম, সাত জন্ম সঙ্গ দিবো। ওষ্ঠ ছুঁয়ে বলেছিলে, কথা দিলাম, সাত জন্ম মগ্ন থাকবো। সঙ্গীতা -২৫ ভাদ্র, ১৪২০ ‘আসা, যাওয়া, ছোঁয়া’ চলে যাবো বলে যতোবারই পা বাড়িয়েছি, হাতে এসে লেগেছে হাত, বন্ধ হয়ে গিয়েছে যাওয়া। ভুলে যাবো বলে যতোবারই ভেবেছি, মনে এসে ছুঁয়েছে মন, হারিয়ে গিয়েছে সব চাওয়া, পাওয়া। সঙ্গীতা -২৫ ভাদ্র, ১৪২০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।