আমি ছাত্র
স্বর্গালোকের কুসুম ফুটে,
মর্ত্যালোকের মেয়ের ঠোটে,
মোহন রুপের লহর ছুটে,
হৃদয় কমল ভ্রমর খোঁজে।
আলোকলোকের লক্ষী ছেলে,
নীল আঁখির ঐ নূতন নীলে,
দীপ জ্বালানো গাঁয়ের সাঁঝে,
মানস প্রিয়ার প্রণয় পূঁজে।
সাত সমুদ্দুর তের নদী
ছেলের চোখে নিরবধি,
বয় যে সেথা ভীরু লাজে
খেয়া পারের মাঝি খোঁজে।
মেয়েটি আর পায়না সাড়া
দানব বানে সংজ্ঞা হারা,
নিগূঢ় এক স্বপ্নে মজে
প্রণয় তরী মুখটি গুঁজে।
প্রেমের এমন নিরব নাড়া
দিচ্ছে তাদের নিত্যিতাড়া
কি যাতনা হৃদয় খাঁজে
সতের বছর বয়স বুঝে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।