আমাদের কথা খুঁজে নিন

   

কুরান মানিক



১। আল্লাহর ভয় মানুষকে অন্য সকল ভয় হইতে মুক্তি দেয়। -ইবনে সীনা ২। অনেক লোকই দিনে অন্তত পাচবার মুখ ধোয়,কিন্তু পাচ বছরেও একবার অন্তর ধোয়ার কথা চিন্তা করেনা। - ইবরাহিম আধহাম ৩।

ক্রোধ মনুষ্যত্ব্বের আলোকশিখা নির্বাবিত করিয়া দেয় -ইমাম গাজ্জালি ৪। কোরআন এমন একটি জানালা,যা দ্বারা আমরা পরবর্তী দুনিয়ার দৃশ্য দেখিটে পাই। -ইবনে হাম্বল ৫। যতদিন লেখাপড়ার অভ্যাস থাকে ততদিনই মানুষ আলেম থাকে। আর যখনই ধারনা জন্মিয়া যায় যে , আমি আলেম হইয়া গিয়াছি তখনই মুর্খতা তকে ঘিরিয়া ধরে।

-ফারাবি ৬। পরশ্রীকাতর ও লোভী ব্যক্তি কখনো শান্তি পায় না। -রাবেয়া বসরী ৭। মানুষ চার প্রকার। দয়াবান,দাতা,বখীল ও কৃপন।

দয়াবান লোক নিজে না খাইয়া অন্যকে খাওয়ায়,দাতা নিজেও খায় আর অপরকেও খাওয়ায়, বখীল নিজে খায় কিন্তু অপরকে খাওয়ায় না, আর কৃপন নিজেও খায়না আর অপরকেও খাইতে দেয়না। ৮। ঈমান এবং হিংসা এক সঙ্গে একই অন্তরে থাকতে পারে না। -আল হাদীস ৯। প্রবৃত্তিকে তোমার অধীন করো,অন্যথায় প্রবৃত্তিই তোমাকে অধীন করিয়া লইবে।

-বুসতি ১০। ক্রোধ মনুষ্যত্তের আলোকশিখা নির্বাপিত করিয়া দেয়। -ইমাম গাজ্জালি(র ১১। এই পৃথিবীতে দু্র্বল সেই ব্যক্তি যে তার প্রবৃত্তির উপর জয়ী হইতে পারে না। -রোদবারি ১২।

শক্তির দারা যে আনুগত্য লাভ হয় তা ক্ষনস্হায়ী,আর ভালবাসার মাধ্যমে যে আনুগত্য অর্জিত হয় তাই চিরস্হায়ী থাকে। -ইবনে জরীর ১৩। একটি ছোট রাষ্ট্র পরিচালনার চাইতে একজন নারী নিয়া ঘর বাধার দায়িত্ব গ্রহন করা অনেক বেশী কঠিন কাজ। ১৪। ছোটদের সঙ্গে সন্তানের ন্যায়,বড়দের সঙ্গে পিতার ন্যায় এবং সমবয়স্কদের সঙ্গে ভাই এর ন্যায় আচরন করার নামই ন্যায়বিচার।

-ইমাম জাফর সাদেক (র ১৫। যে ব্যাক্তি হালাল পথে রুজি করে, সেই প্রকৃত ইমানদার। আব্দুল কাদের জি: (র ১৬। সুরের মু্র্ছনায় যে অন্তর প্রভাবিত হয়ে পড়ে সেটি রোগগ্রস্হ। অর চিকিৎসা অপরিহার্য।

- ইবনে আহমদ দারদি ১৭। সততা এবং ন্যায়পরায়নতা আল্লাহর রাহে কুরবানি করার চাইতেও অনেক বেশী পুন্যের কাজ। -হযরত সোলায়মান (আ ১৮। আল্লাহ নামের তসবীহ একটি সুরক্ষীত দুর্গবিশেষ। সত্যাশ্রয়ীরা তাতে স্বাছ্ছন্দে শান্তিতে বসবাস করে ১৯।

সব পূন্যেরই একটি সীমা আছে। কিন্তু ধৈর্য্য এমন একটি পুন্য যার কোনো সীমাপরিসীমা নেই। -আবুবকর (রা ২০। স্বর্নের চাকচীক্য এবং রঙগের বাহারই সাধারনত মেয়েলোকদের সর্বনাশ করে থাকে। -আবুবকর (রা


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.