আজ তুমি অন্যের...........প্রীতি!
কত কথা কত স্মৃতি
আকুতি ভরা মিনতি
চোখে চোখ রাখা
হৃদয়ের কথা বলা
সেই তুমি পাশে নেই
আজ আমি একা
ছিলে তুমি আমার
আজ তুমি নেই
সেই তুমি
আজ তুমি অন্যের প্রীতি.........!
বাতায়ন খোলা হৃদয়ের কথা গুলো
হয়নি বলা আজও
গুমরে মরে হৃদয় প্রকোষ্ঠে
দুঃখের সাগরে বিচরণ রত
মেঘে ঢাকা সুখ গুলো
করে শুধু লুকচুরি
গভীর অন্ধকারে
একাকী আছন্ন আমি,
ছিলে তুমি আমার
আজ তুমি নেই
সেইতুমি,আজ তুমি অন্যের।
রাগ,নয় অনুরাগ
নয় সে অভিমান
অভিসারে আছ তুমি
ভালবাসার কথা বলে
নওতো তুমি একা
করেছ একা আমায়
পাথর চাপা দিয়ে
কষ্ট গুলো নিয়ে আছি বুকে।
বাঁধতে পারিনি তোমায়
হৃদয় আবেশে
চলে গেছ দুরে তুমি দুরে সরে
আমাকে একা করে।
নওতো তুমি একা
করেছ একা আমায়।
স্মৃতি গুলোএলোমেলো
কখন যে দেখা দিল
আসেনি ভাবনায়
তোমার কথা ভেবে।
আকাশ কাঁদে চিৎকার করে
বৃষ্টি হয়ে ঝরে পড়ে অঝরে,
পাহাড় কঁদে একাকি অন্তরালে
ঝরনায় ঝরে পড়ে,
আমি কাঁদি নিরবে
তোমার বিরহে।
এলোমেলো স্মৃতি গুলো পাহারা দেয়
স্বপ্ন ভাঙ্গার বেদনায়।
এভাবে কাঁদাবে ভাবিনি
একা বসে থাকা
উন্মাদনায় রাত জাগা,
আজ তুমি অন্যের
সেই তুমি,ছিলে তুমিআমার
আজ তুমি নেই
সেই তুমি
আজ তুমি অন্যের প্রীতি...................!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।