যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
একটা মিউজিক্যাল রিয়েলিটি শো শেষ হলো তো ড্যান্স প্রতিযোগিতা শুরু হলো। চ্যানেল চেঞ্জ করলে অন্য একটাতে দেখা যাবে জঙ্গল শো অথবা কুইজ শো। শক্তি, মেধা পরীক্ষার রিয়েলিটি শো চলছে অন্য কোথাও। এগুলো শেষ হলে শুরু হবে কমেডি শো, গেমস শো। সেলিব্রিটিদের নিয়ে ফানি শো অথবা অপরাধী বা অত্যাচারিতদের নিয়ে রিয়েলিটি শো।
ইচ্ছেমত আশ্চর্যরকমের কান্ড ঘটানো এন্টারটেইন শো, কোটি টাকার আকর্ষণে কঠিন কঠিন সত্য অবলীলায় প্রকাশ করা ও পাত্রী বাছাইয়ের জমজমাট রিয়েলিটি শো এই ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন। কোথাও পাত্র ও পাত্রের মায়ের সামনে পরীক্ষা দিচ্ছে বিবাহযোগ্য সুন্দরীরা অথবা বিচারকের সামনে হাজির হচ্ছে প্রতারক। মানে ইন্ডিয়ান চ্যানেলগুলোতে এখন সর্বাধিক প্রচারিত আইটেম হলো রিয়েলিটি শো। বিষয় ও ব্যাপ্তিতে এর বিভিন্নতা কোন কিছুই বাদ রাখে নাই। মানুষের স্পর্শকাতর আবেগ, সীমাহীন দারিদ্র, উচ্চাকাঙ্খা, সামাজিক ক্ষত, অপরাধের চক্র, বিচারের প্রহসন, যান্ত্রিক বিনোদন, নির্মিত ও পূর্বনির্ধারিত প্রতিযোগিতার মডেল, ব্রান্ডের দীর্ঘমেয়াদী প্রচারণা - সবকিছু নিয়ে রিয়েলিটি শো মানে যন্ত্রদগ্ধ মানুষের আরো যন্ত্রণাদায়ক প্রহসন।
প্রতিদিন এই রিয়েলিটি শোর কোনটা না কোনটা চোখে পড়বেই। যাদের মুখ খুব পরিচিত তারা হয়ে আসেন এখানে বিচারক, আর যাদের মুখ পরিচিত হতে দিতে চায় ব্রান্ড প্রমোটররা তারা হয়ে ওঠে জনপ্রিয়। সহজ আবেগের নাটকীয় প্রদর্শনীতে রিয়েলিটি শো গুলো মাঝে মাঝে মনে হয় সবচেয়ে আনরিয়েল ফ্যান্টাসী।
সে যাই হোক এই রিয়েলিটি জরাগ্রস্থ চ্যানেলগুলো নিশ্চয়ই দর্শক চাহিদার দিকে খেয়াল রেখেই গ্রন্থিত হচ্ছে। তারমানে পাবলিক ডিমান্ড কম নয় - মানুষ বোধহয় এখন নিজের একঘেয়েমীপূর্ণ জীবনযাপনের প্রতিটা সঞ্চালনকেই সবচেয়ে বেশী এডভেঞ্চার মনে করছে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।