টানা সাতদিন সাতটা পোস্ট করব ভেবেছিলাম। আজকে ইফতারির পর এসে দেখি কোন টপিক খুজে পাচ্ছিনা পোস্ট করার। তো ভাবলাম একটা নাফিসীয় সামু টোটকা পোস্ট দেই। এটা আমি বেশ অনেকদিন থেকেই ব্যবহার করি, ভাবলাম আজকে জানিয়ে দেই সবাইকে। অবশ্য কেউ যদি ইতিমধ্যেই এই টেকনিক বলে দিয়ে থাকে তাহলে আমি দুঃখিত।
আমার পোস্ট দেয়া হলেই হলো।
ভণিতা রেখে আসল কথায় আসি। আমরা সবাই সামুর "সাম্প্রতিক মন্তব্য করেছি" লিস্টটা দেখে থাকি এবং ক্ষেত্র বিশেষে লেখকের জবাব দেখতে বা আরো মন্তব্য করতে যাই এখান থেকে। ব্যক্তিগতভাবে আমার কাছে এই লিস্টের ৭/৮ টা লিংক নিতান্তই অপ্রতুল মনে হয়। তাই আমি গুগল সার্চ ব্যবহার করে পুরা লিস্ট দেখি।
আসুন দেখাচ্ছি কিভাবে সেটা করবেন-
* google.com ওপেন করুন যেকোন ব্রাউজার দিয়ে।
* সার্চ ফিল্ডে লিখুন-
"বস্তাপচা বলেছেন:" site:somewhereinblog.net
এখানে 'বস্তাপচা' এর জায়গায় আপনি যে নিকের মন্তব্যের লিস্ট দেখতে চাচ্ছেন সেটা লিখুন। ডাবল কোট ফেলে দেবেন না।
* সার্চ বাটনে চাপ দিন। নিচে আপনার ফলাফল চলে আসবে।
এখন এই ফলাফলকে কাস্টমাইজ ( অর্ডারিং, ডেট রেন্জ ফিল্টারিং ইত্যাদি ) করতে চাইলে সার্চ টেক্সট বক্সের একটু নিচেই শো অপশানস লিংকে ক্লিক করুন, বাম পাশে একটা আলাদা কনটেন্ট প্যান চলে আসবে। ওখানে সব কিছু পাবেন।
শুভ ব্লগিং।
ডিসক্লেইমারঃ গুগলের এই সার্চ রেজাল্ট একদম রিসেন্ট কমেন্টগুলো শো করেনা, একদিন আগের কমেন্টগুলো থেকে ঠিকমত আসে। এটার কারন খুব সম্ভবত ওদের ক্রলার প্রোগ্রামগুলো এই সাইটে দিনে একবার আসে।
অন্য সার্চ ইন্জিন যেমন বিং ডট কম দিয়ে চেষ্টা করে দেখা যেতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।