আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আগামীকালের হরতালকে নৈতিকভাবে বর্জন করি।

আমি শুধু মধু থেকে নীলে ,নীল থেকে মধুর ভেতরে ছড়াচ্ছি নিজেকে.........

তেল,গ্যাস,বন্দর,বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির চলমান আন্দোলন প্রতিটি দেশপ্রেমিক জনগনের প্রানের দাবী। এ বিষয়ে অন্তত আমার কোন সন্দেহ নেই। শুধু শ্রদ্ধেয় আনু মোহাম্মদ এই সংগঠনের সাথে,এই আন্দোলনের সাথে জড়িত বলেই নয়,গোলাম রব্বানী স্যারসহ আরো অনেক শ্রদ্ধাভাজন, নির্লোভ,সৎ ব্যক্তি আওয়ামী লীগ সরকারের দেশের স্বার্থবিরোধী তৎপরতার বিরুদ্ধে তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে দেখে আমার আশান্বিত হয়েছি। একটু একটু করে আশায় বুক বেধেছি যে, তাদের আন্দোলনের মুখে বিগত জোট সরকারের মত এই সরকারও দেশবিরোধী চুক্তি করা থেকে নিজেদের বিরত রাখবেন। কারন সরকার এতটুকু বুঝতে পারে কোন আন্দোলনের পিছনে জনগনের কিরুপ সমর্থন আছে।

সংগঠনটি ছোট নাকি বড় সেটি বিবেচ্য বিষয় নয়। বিগত জোট সরকারের সময়্ও এই কারনেই তারা চুক্তি করা থেকে পিছিয়ে এসেছিলেন। এবারও তার পুনরাবৃত্তি হবে বলেই আমরা আশা করছি। কিন্তু খটকা লাগে যখন দেখি এই সংগঠনটি হরতালের মত কোন কর্মসূচী দেয়। নানা প্রশ্ন যাগে তখন।

ভাবি কত সহজে একটি আন্দোলনের গতিপথ পরিবর্তন করা যায়,আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা যায়। আমরা কোনভাবেই আর বাংলাদেশে হরতাল ফিরে আসুক তা চাই না,যে যাই বলুক না কেন। জানি অনেকেই বলবেন যে হরতাল তো দেশ থেকে উঠে যায়নি। তাও মানব। হরতাল এ দেশে হয়ত আবারো দেখতে হবে অদুর ভবেষ্যতে।

কিন্তু তা কেন এই অত্যন্ত প্রিয় কমিটির প্রিয় কিছু লোকের সিদ্ধান্তে হবে? তাহলে তো আমাদের দাঁড়াবার আর জায়গা থাকে না। আমাদের নেতৃত্ব কবে থেকে জনগনকে বুঝতে শিখবে?কবে থেকে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.