আমাদের কথা খুঁজে নিন

   

আগামীকালের টেষ্ট ম্যাচে আমার একাদশ

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ।ফলাফল যাই হোক্‌,প্রতিটা সিরিজের মত এবারও অনেক আশা বুকে নিয়ে খেলা দেখতে বসবো তার আগে আমারমতে যে ১১জনকে সুযোগ দেওয়া উচিত তারা হলোঃ(ব্যাটিং সিরিয়াল অনুযায়ী) ১)তামিম (দারুন খেলতেছিল জাতীয় লিগে,প্রথম কয়েক ওভার দেখেশুনে খেললে আশা করি বড় ইনিংস খেলতে পারবে) ২) জুনায়েদ (ভরসা রাখতে পারতেছি না তবে নাজিমুদ্দিন থেকে ওর টেকনিক ভালো) ৩)শাহরিয়ার নাফিস (অভিজ্ঞতার জন্য দলে নেওয়া,দেখা যাক পুরোন চাল ভাতে বাড়ে কিনা। না বাড়লে ২য় ম্যাচে আনামুল) ৪) মুশফিক (অধিনায়ক তাই দেখে শুনে খেলতে হবে কারন হঠাৎ ২-৩টা উইকেট পড়ে গেলে ওকেই পরিস্থিতি সামাল দিতে হবে) ৫) সাকিব (কিছু বলার নাই তবে বাংলাদেশ আগে ব্যাটিং করলে ওকে ৪ নামবারে নামানো যেতে পারে) ৬)নাসির (শুধু ব্যাট নয় মাঝে মাঝে বলও করাতে হবে ওকে দিয়ে কারন সাকিবের বল যখন বেশী কেয়ার করবে ব্যাটসম্যানরা তখন ওর বলে দুএকটা ব্রেকথ্রো পাওয়ার চান্স আছে) ৭)মাহমুদুল্লাহ(ওয়ানডে যেভাবে খেলে তাতে মনে হয় টে্স্টে ওর ভালো করার চান্স আছে) ৮)নাইম ইসলাম (জাতীয় লীগে লম্বা সময় ব্যাটিং করার অভিজ্ঞতা আছে তাছাড়া টুকটাক বল ও ঘোরাতে পারে) ৯)সোহাগ গাজী (সানির থেকে ওকে দলে নেওয়ার মুল কারন ওয়েস্ট ইন্ডিজের বাহাতি ব্যাটসমান তাছাড়া প্রয়োজনে ব্যাটিং করতে পারে) ১০)রূবেল হোসেন (আশা করি প্রথম সেশনেই ২-১টা উইকেট এনে দিতে পারবে) ১১)শাহাদাত হোসেন (নাই মামার চেয়ে কানামামা ভালো) এটা আমার দল,আপনাদের কি মনে হয়?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.