আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিন ব্লগ পড়া সরকারের জন্য বাধ্যতামূলক করা হোক... ...

চাকরি করার ইচ্ছে হয়নি কখনো। তাই তো পড়ালেখা হিসাববিজ্ঞান নিয়ে, কিন্তু করছি কম্পিউটার ব্যবসা!!! কম্পিউটার সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করতে পারেন। মেইল: sajimtalukdar@gmail.com

সবাই ঢাকাতে চলে আসেন, মরলে একসাথে মরবো!!! তবুও ঢাকা শহর............(Click This Link) এর ধারাবাহিকতায় ব্লগারদের কমেন্টস্‌ দেখে যা মনে হলো আসলে আমরা সাধারণ জনগণ দেশের বিভিন্ন সমস্যা সমাধানে যা চিন্তা করি সরকারের কাছে তা কখনোই পৌঁছায় না। ব্লগে প্রতিদিন অসংখ্য পোষ্ট পড়ে যা বিভিন্ন সমস্যা সমাধানে সরকারকে অনেক বেশি সাহায্য করতে পরে। যেমন সরকার কখনোই অনুভব করতে পারবে না জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে থাকার বিড়ম্বনা কি??? দ্রব্য মূল্য বৃদ্ধির ফলে মানুষের জীবন যাত্রার মান এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে??? কারন তারা রাস্তায় বেরুলে রাস্তা ফাঁকা আর দ্রব্য মূল্য নিয়ে তারা কেন চিন্তা করবে!!! এছাড়াও জাতীয় বিষয়গুলোতে সরকার এমন কিছু সিদ্ধান্ত গ্রহন করে যা সাধারণ জনগণ চায় না।

আর সব ক্ষেত্রেই দেখা যায় সরকার যাদের মাথায় কিছু নেই তাদের কাছ থেকেই বিভিন্ন বিষয়ে পরামর্শ নেয়। আমাদের দেশে একমাত্র স্বাধীন হলো সংবাদ পত্রগুলো কারণ আপনি পত্রিকাগুলো ঘাটলে দেখবেন কিছু পত্রিকায় লিখেছে দেশে শান্তি আর শান্তি আবার কিছু পত্রিকা খুললে দেখবেন দেশ অশান্তি আর অশান্তি। এইবার বুঝেন যেখানে পত্রিকাগুলো রাজনৈতিক দলগুলোর মতবাদে চলছে সেখানে অবশ্যই এগুলোর উপরে আর নির্ভর করার কিছু নাই। হয়তো একই প্রশ্ন তুলতে পারেন ব্লগের বিপক্ষে তবে ব্লগ যদি এ সবের উর্ধ্বে উঠতে পারে সেটাই হবে কাম্য। তাই নিয়ম করা হোক যে সরকার এখন পত্রিকা নয় ব্লগ পড়বে।

আর এতে সরকারের সাথে সাধারণ মানুষের একটি যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আর এটা সফল হবে বিরোধীদলের জন্যও ব্লগ পড়া বাধ্যতামূলক করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.