আমাদের কথা খুঁজে নিন

   

বিবিএ বাতিক।



আজকাল কাওকে কি পড়ছে জিজ্ঞেশ করলে বেশীর ভাগ সময় অবধারিত উত্তর হচ্ছে বিবিএ। ঝাঁকে ঝাঁকে ছাত্র ছাত্রীরা বিবিএ পরছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, কিন্তু অধিকাংশ ছাত্র ছাত্রীরা এই পড়াশোনাটা কিন্তু ভালবেসে না করে, করছে চাকরীর উদ্দেশ্যে। সবাই এই ধারণা নিয়ে মত্ত যে বিবিএ পরলে যে কোন কোম্পানিতে চাকরি পাওয়া যাবে। কিন্তু এই ধারণাটা ভুল, কারণ দেশে প্রচুর পরিমানে বেকার বিবিএ পড়া যুবক যুবতী আছেন। আজকাল কেউ পদার্থ পরতে চায় না, পরতে চায় না রসায়ন, কিংবা দর্শন. সবাই চায় একটা ভাল চাকরী করে স্বচ্ছল ভাবে জীবন কাটাতে।

কিন্তু এই চিন্তাধারা বদলানো উচিত। কোন বিষয় পড়ার উদ্দেশ্য যদি চাকরীই হয়, তাহলে সে পড়াশোনাটা আর নিজের জ্ঞানবৃদ্ধির জন্য হয় না, হয়ে যায় এক ধরণের ব্যবসায়িক বিনিয়োগ। তাছাড়া, অনেকজন বিবিএ তে ভাল করতে পারেন না, কারণ বিবিএ তাদের জন্য নয় এবং বিষয়টি তারা বুঝতে পারেন না ভালভাবে, যদিও তারা মেধাবী, তাদের জন্য হয়তো গণিত বা ভূগোল। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে শুধুমাত্র বিবিএ তে ডিগ্রী দেওয়ার জন্য অলিতে গলিতে উঠে পরছে, তা সামনে ভয়াবহ একটি সমস্যা হয়ে দেখা দিবে বলে আমি মনে করি। না আছে এইসব প্রতিষ্ঠানের না আছে যোগ্যতা ডিগ্রী দেওয়ার, না আছে বৈধতা।

এছাড়া জাতিগতভাবে আমরা পিছিয়ে পরছি। বিদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আমাদের দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনেক ভিন্ন। তাদের অনেক উন্নতমানের ল্যাব আছে যেখানে তারা নানা রকমের রিসার্চ করে এবং একজন ছাত্র বা ছাত্রী সেখানে তার পছন্দের বিষয় নিয়ে গবেষণা করে এবং এই ধরণের গবেষণা থেকেই অনেক অজানা তথ্য বের হয়ে থাকে। আমি হা-পিত্যাশ করছি না আমাদের এসব উন্নত সুযোগ সুবিধা নেই দেখে, কারণ এসব অনেক খরচের ব্যাপার। কিন্তু আমি হতাশ হচ্ছি এই কারণে যে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি পয়সা কামানোতে এতই ব্যাস্ত যে তারা মনে করছে না বিবিএ ছাড়াও অন্য বিষয়ও পড়ানো উচিত।

অন্তত একটা শুরু দেখলে বুঝতাম যে ভবিষ্যতে কিছু একটা হবে। আমি পারতপক্ষে এটা বিশ্বাস করি না যে বাঙলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে খুব একটা গবেষণা হয়ে থাকে। এক বন্ধু থেকে শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ল্যাব বেশ ভাল মানের। কিন্তু অন্যান্য বিষয়ের কি অবস্থা, তা খুব ভাল ভাবতে আমার ভয় হয়, কেউ আসল ছবিটা বললে খুশী হব। আর প্রথাবিরোধী বিষয় পড়া নিয়ে চাকরীর যে সংশয় নিয়ে সবাই কেন ভোগে তা আমি বুঝতে পারি না, কারণ আমি এটা বিশ্বাস করি, ভাল করতে পারলে যে কোন যায়গাতেই চাকরী হয়ে যায়।

কিন্তু আমি জানি অনেকে দ্বিমত পোষণ করবেন। যাই হোক, এটা আমার প্রথম ব্লগ। কি নিয়ে লিখব ভাবছিলাম। কি নিয়ে পড়াশোনা করব এটা নিয়ে নিজে অনেকটা এই ধরণের অভিজ্ঞতার ভিতরে দিয়ে গিয়েছিলাম বলে ভাবলাম তা নিয়েই লিখি। আশা করছি সবার ভাল লাগবে।

পড়ার জন্য ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.