আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ে হলেও সতীত্ব ঠিক রাখার অস্ত্র নারীর হাতে রয়েছে!!!!!!!!!!!!!!! এশিয়ান হাইওয়ে কথ্ন



এশিয়ান হাইওয়ে নিয়ে হাজার আলোচনা জল্পনা কল্পনা আপাত শেষ হয়ে গেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডায়ালগে। তিনি যে ভারতের চে' এক পা আগে তুলে রেখেছেন তা বুঝতে জাতির আর কোন কষ্ট করে ভাবতে হবে না। যে ভারত আমাদের ৩৬ বছরে তিনবিঘা র ছোট্র করিডোর দেয়না, নিরাপত্তার অজুহাতে.. নেপালের সাথে স্বল্প দূরত্বের করিডোর দেয়না কোন অজুহাতেই.... যেই ভারত হায়দ্রাবাদ, সিকিমের মতো বৃহত ক্ষুদ্র জাতি সত্ত্বাকে গ্রাস করে হজম করে ফেলেছে.... সেই ভারতকে আমাদের আজকের ক্ষমতাসীনরা যেন সেধে দিতে চাইছে বাংলাদেশৈর বুক এফোড় ওফোর করা ট্রানজিট ওরফে করিডোর ওরফে এশিয়ান হাইওয়ে...!!!! এশিয়ান হাইওয়ে দেয়া হোক। আমরাও চাই.. তবে রুট ৩বা বাংলা বান্ধা দিয়ে এএইচ ২ নামে ঢুকে মায়ানমার হয়ে বেরিয়ে যাওয়া এএইচ ৪১ রুটে এশিয়ান হাইওয়ে চালু করা হোক। এটা আমাদের সবার দাবী। ১ এবং ২ নং রুটে ভারত থেকে ভারত ট্রানজিট দেওয়া চলবে না। আর দু:খ লাগে যখন আমাদের মাননীয়া মন্ত্রী বলেন..'এশিয়ান হাইওয়ে দেশ হয়ে আবার ভারত গেলেও নিয়ন্ত্রণ আমাদের' সংবাদ লিংক Click This Link শুনে দূর থেকে গেদু চাচা চিল্লায় বল্লেন ... হ.. কালে কালে আরও কত কি শুনুম!!! এ যেন হেইরম কথা অইল -- বিয়ে হলেও সতীত্ব ঠিক রাখার অস্ত্র নারীর হাতে রয়েছে!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.