আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুঞ্জয়ী হতে চাই।মার জন্য মৃত্যুঞ্জয়ী হতে চাই।সবাই আমার জন্য দোয়া করবেন



মৃত্যুঞ্জয়ী কথাটার সাথে সবাই কমবশী পরিচিত। বইয়ে পাতায় পড়া এই ছোট্র শব্দটি আমাকেই হতে হবে কখনো তা ভুলেও ভাবি নি। কখনো মৃত্যুঞ্জয় হওয়াব দৃড় সংকল্প নিয়ে যুদ্ধে নামেছি। আজ আমি মৃত্যুর সাথে যুদ্ধ করছি। যে মৃত্যু একটু একটু কে পায়ে পায়ে আম্নুর দিকে এগিয়ে আসছে তার সামনে বাঁধার দেয়াল হয়ে দাড়িয়েছি।

গত ৩ টা মাস হাসপাতাল বাসা হাসপাতাল করছি। মাঝে মাঝে নিজের মানসিক শক্তি হারিয়ে ফেলি। আবার যখনই মনে হয় এই মানুষটি আমার মা। আমার জন্য কত কষ্টই নাজানি করেছে। তখন নতুন করে আবার নিজেকে ফিরে পাই।

সবাই জানেন যে আম্নু Chronic renal failure এ ভুগছেন। এই নিয়ে একটি পোষ্টওস্টিকি হয়েছিল। বর্তমানে তিনি End stage of renal failure এ আছেন। তাকে এখন ডায়ালাইসিস এর মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে। গত মাসের ১৩-২০ তারিখ পর্যন্ত ইন্ডিয়া ছিলাম।

ওখানেই ডায়ালাইসিস শুরু হয়। ডাক্তার বলেছেন যত তারাতারি সম্ভব কিডনি প্রতিস্থাপন করতে। আমি মোটামুটি কিডনি ডোনেট করার জন্য পূর্ববর্তি যে টেষ্টগুলো করতে হয়। তার সবগুলোই করেছি। সবগুলোরই রেজাল্ট পজেটিভ আসছে।

আম্নুর শারিরিক আবস্থাও খুব একটা ভাল না। আমি চাই না তিরে এসে তরি ডুবুক। এই কারে আমরা ঠিক করেছি ১০-১২ তারিখে ইন্ডিয়া চলে যাব কিডনি প্রতিস্থাপন করতে। যাই হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ এই কঠিন সময়ে আমার এবং আমার পরিবারে সাথে থাকার জন্য।

আমাকে মানসিক ভাবে সাপোর্ট দেওয়ার জন্য । আশা করি এই মানসিক ভাবে সাপোর্ট আগামিতেও পাব। সর্বশেষে ,সবাই আমার জন্য ও আমার মার জন্য দোয়া করবেন। যে কঠিন মিশন নিয়েছি তাতে যেন সফল হতে পারি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.