আমাদের কথা খুঁজে নিন

   

শিশু বৈষম্যের শুরু আর শেষ কোথায়??



একজন বিখ্যাত চিত্র শিল্পী তার একটা ছবির বিনিময় পেয়েছিলেন কয়েক লক্ষ ডলার। কেন কি আছে এতে?? রহস্য উৎঘাটিত হয় তার মৃত্যুর পর নিজের লেখা ডায়েরী থেকে। এর উপর ভিত্তি করে বাংলাদেশেও একটা নাটক হয়েছিল। চিত্র শিল্পী নারী ও শিশুদের ধরে নিয়ে আসত। তারপর তাদের রাখা হতো অনাহারে।

বিভিন্ন সময় নির্যাতন করতো আর সেই মুহুর্তের ভয়ার্ত মুখের ছবি আঁকত। সেই ছবিটা তারই একটি। তাকে প্রশ্ন করা হয়েছিল এই ছবি গুলো আপনি কিভাবে আকলেন? তিনি উত্তরে বললেন,"তাদেরকে আমি খুব কাছ থেকে দেখেছি। " সেদিন তার শুধু ছবিই না মহানুভবতাও আকাশচুম্বি হয়েছিল। এটা একজন শিল্পীর কথা।

কিন্তু আমাদের সমাজে এই রকম অনেক শিল্পী আছে যারা আমাদের গরীব শিশুদের জীবনকে পুজি করে পাক্কা অভিনয় করে যাচ্ছেন। জোগাড় করছে তাদের রুটি রুজি আর বিলাসিতার পন্য গুলো। আট হাজার কুর্দি মারার অপরাধে সাদ্দামের ফাঁসি হয়েছিল। আর সাদ্দামকে ধরার জন্য তামা তামা করা হয়েছে ইরাক। ইরাক যুদ্ধে যত মানুষ মারা গেছে তার শুধু মাত্র পঞ্চাশ হাজারই ছিল শিশু।

তখন সারা বিশ্বের মানবিক সংস্থাগুলো কানে তুলো আর নাকে তেল দিয়ে ঘুমিয়েছে। আজ যখন আমেরিকা বাংলাদেশে এক প্যাকেট বিস্কুট কিংবা এক প্যকেট ওরস্যালাইন পাঠায় তখন তাদেরকে আমরা দেবতা জ্ঞানে প্রনাম করি। আর কোথায় কোন গরীব মায়ের ঘরে অভাবের তাড়নায় শিশুটি স্কুলে না গিয়ে বাবার সাথে মাঠে যায় তার কাছে গিয়ে শিশু অধিকারের নীতি বাক্য শোনাতে শুরু করি। আমি নিশ্চিত ভাবে বলতে পারি যেই ভাবে চলছে এই ভাবে চলতে থাকলে বাংলাদেশ থেকে শিশু বৈষম্য কখনোই দুর হবে না। সবাই আছে গোড়া কেটে আগায় পানি ঢালার তালে।

আর যদিও হয় তাতে ও সময় লাগবে কম পক্ষে এক শতাব্দী। এ সময়টা বাঙ্গালী জাতিকে খেসারত দিতে হবে। কেননা একটা জাতীর পট পরিবর্তন হতে কম পক্ষে তিনটা প্রজন্ম লাগে, তাতে স্বাভাবিক ভাবে লাগে ৫০ বছর। আর মানুষ দেয়ালে পিঠ না ঠেকলে কখনো পরিবর্তনের জন্য উদ্দোগী হয়না। বাংলাদেশে এই গতি আরো মন্থর।

এক শ্রেণীর তথাকথিত পন্ডিত, বুদ্ধি জীবি আর রাজনীতি বিদেরাই শিশু অধিকারে কথা বলেন। সবচেয়ে মজার ব্যাপার হলো লক্ষ্য করলে দেখবেন এই দেশের মানুষ তাদের দ্বারাই শাসিত এবং শোষিত হয়, শিশুরা তার ব্যতিক্রম নয়। আর শিক্ষিত শয়তানরা তাদের পক্ষ হয়ে জাবর কাটতে একটু লজ্জা বোধ করেনা। তারা চায় এ সমস্যা গুলো বেঁচে থাকুক। ফুটপাতে জন্মেছে যেই জিনিস ওটা আর যাই হোক মানুষ কি?? পরগাছা যেমন মুল গাছকে পুজি করে বেঁচে থাকে এবং একসময় মুল গাছটিকে খুজে পাওয়া যায়না, ঠিক তেমনি ওরা দরিদ্র শিশুদের পুঁজি করে বেঁচে থাকে।

তারা জানে যদি এই সমস্যা গুলো মিটে যায় কিংবা আশংকা জনক হারে কমে যায় তাহলে তাদের রুজির পথ বন্ধ হয়ে যাবে। শিশুদের নামে প্রকল্প চাই। এই প্রকল্পের নামে দেশী বিদেশী সংস্থা থেকে টাকা আসবে। সেই টাকা দিয়ে গরীর অবেহেলিত শিশুদের কেন্দ্র করে সভা,সেমিনার হবে, তাদের করুণ জীবনী নিয়ে চিত্রকর্ম প্রর্দশনী হবে। শিশুরা পাবে কাঁচা কলা আর ওগুলোর পরিচালক কিংবা প্রধান অতিথি হবেন আমার ভন্ড নেতারা।

সেই টাকায় তাদের গাড়ী হবে,বাড়ী হবে, বউয়ের শাড়ী গয়না হবে, সন্তানরা হয় বিদেশ লেখাপড়া করতে যাবে নয়তো দেশের গড়া উঠা নাইট ক্লাবে গিয়ে নেশায় বুদ হবে। আর মহান নেতাজী শিশুদের রক্ত বেচা টাকায় কেনা মার্সিডিস থেকে নেমে দেবতার বেশে মঞ্চে উঠে মুখস্থ কতক গুলি জ্ঞান গর্ভ কথা বলবে যখন ক্ষুধার্ত শিশুদের মন পড়ে থাকবে খাবার দিকে। এর পর তিনি কোন প্রকল্প উদ্বোধন করবেন যেন হিমালয় জয় করেছেন। বাড়ী ফেরার পথে গাড়ির চাকায় লেগে ছিটকে উঠা পানি দ্বারা ফুটপাতে পলিথিনের ঘরটা ভেঙ্গে দিয়ে আসবে যেখানে রোদ বৃস্টিতে অনাহারে রয়েছে কোন না কোন শিশু। যে শিশুটি ক্ষুধার জ্বালায় দুমুঠো অন্নের জন্য তার গাড়ী পরিস্কার করে দিবে তাকে ধরে দুটো চটকানা মারতে হাত কাপবেনা তার দামী গাড়িতে হাত দেওয়া অপরাধে।

বাড়ী ফিরে শিশুটির পিঠে আয়রন চেপে ধরতে দ্বিধাবোধ করবে না একটা শাড়ী কিংবা শার্ট পুড়িয়েছে বলে,, অথবা দলাথি মারতে কুন্ঠিত হবেনা যে শিশুটি মনিবের আগে ঘুমিয়ে গেছে মনের অজান্তে। এই লোক গুলির মুখে যখন অধিকারের বানী শুনি তখন ভুতের মুখে রাম নামের মতই শোনায়, লজ্জায় আমার গা রি রি করে। মানবতা তখন চারিদিক থেকে অভিশাপ দিতে থাকে। আমার কোম্পানীর মালিকের মেয়ে হয়েছে। উনি এই মেয়ের জন্য হাসপাতালের বিল দিয়েছেন সাড়ে চার লাখ টাকা।

আর এই উপলক্ষে কোম্পানীর চারশ কর্মচারীকে এক বেলা স্পেশাল খাবার দিয়েছেন সত্তর হাজার টাকা খরচ করে। এখন আপনারা বলেন শিশু বৈষম্যে শুরুটা কোথায় হলো? যে শিশুটি ফুটপাতে কিংবা অঁজপাড়া গায়ের কোন নিভৃত পল্লীতে জন্ম হলো তার সাথে এই শিশুর পাথর্ক্য কত? জিরো টু ইনফিনিটি। এঙ্গেল ডিফারেন্স ১৮০ ডিগ্রী। মানুষে মানুষে পার্থক্য হতে পারে তাই বলে এত পার্থক্য? মা দিবসের এক টিভি অনুষ্ঠানে এক বাচ্চাকে উপস্থাপক জিজ্ঞাসা করছে। মা দিবসে তুমি কি কি করেছ? সে উত্তর দিচ্ছে মাদারস ডেটে আমি মম কে মা বলে ডেকেছি।

ওই ডাকে কি টেস্ট! অথচ রাস্তায় কিংবা গ্রামে পড়ে থাকা শিশুটির মা দিবস লাগে না সারারছরই সে ছাগলের বাচ্চার মত ম্যা ম্যা করে। আর শালার এন জিও ওয়ালা আসে গ্রামের মানুষকে আসে শিশু অধিকার বুঝাতে। যা শিখা তাদের। যারা তথাকথিত শিক্ষিত শিল্প পতি কিংবা নিজেদের দেশের কেউ কেটা মনে করে। তারাই শুধু শিশু নয় পুরো মানবজাতীর অধিকার খর্ব করে বসে আসে।

মাঝে মাঝে যখন দেখি একটা শিশুকে বাচাতে টাকা তোলা হচ্ছে। মাত্র ছয়/ সাত লাখ টাকা। তখন ঘৃনা লাগে নিজের প্রতি। কোন দেশে বাস করি যেই দেশে এমন হাজারো পরিবার আছে যাদের একটা সন্তানের জন্য প্রতি মাসে কয়েক লাখ টাকা ব্যয় করে। আবার সরকারী ভাবে একটা আলাদা মন্ত্রনালয় আছে, সেখানে দেশী বিদেশি ফান্ড আছে আর সেই দেশে কিনা কয়েক লাখ টাকার জন্য একটা শিশুকে ভিক্ষা করতে হয়।

আর দুএকটা ভুই ফোড় সেখানে কয়েক হাজার টাকা দিয়ে নিজেকে ক্যামেরার সামনে দাতা হাতেম তাই সাজাতে চায়। গোড়া কেটে আগায় পানি ঢেলে লাভ নেই। শিশুদের শৈশব, দৌড়ানোর জন্য একটা মেঠোপথ কেড়ে নিয়েছি আমরা। আমাদের শিশুরা ভিডিও গেম চায় না, ইনডোর বেবী জোন চায় না। তারা চায় চঞ্চল শিশুকাল, দুরন্ত কৈশোর।

আর এখন শিশুদের পক্ষ হয়ে দুকলম লিখে নিজেদের মহানুভব সাজানোর চেস্টা পুরোটাই ভন্ডামী ছাড়া আর কিছুই নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.