বল্পব্দ হয়ে গেল ২৪ ঘণ্টা সংবাদভিত্তিক টিভি চ্যানেল ফোকাস মাল্কিল্টমিডিয়া লিমিটেডের সিএসবি নিউজ। আগে থেকে নোটিশ না দিয়েই বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) কর্মকর্তারা গতকাল বৃহ¯ক্সতিবার সল্পব্দ্যায় সিএসবি কার্যালয়ে গিয়ে তাৎক্ষণিকভাবে স¤ক্স্রচার বল্পব্দ করার নির্দেশ দেন। সিএসবির ফিদ্ধকোয়েন্সি বরাদ্দ সংত্রক্রাšø অনুমতিপত্র জাল প্রমাণিত হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সিএসবির পরিচালক হুম্মাম কাদের চৌধুরী তাৎক্ষণিকভাবে সংবাদ মাধ্যমকে জানান, বিটিআর-সির তিনজন উপ-পরিচালকের নেতৃÍে^ ৪ জন কর্মকর্তা এবং র্যাব ও পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা উত্তরায় সিএসবি কার্যালয়ে গিয়ে সল্পব্দ্যা ৬টা ৩৪ মিনিটে সুইচ বল্পব্দ করে দেন। এ সময় বিটিআরসির কর্মকর্তারা সিএসবি কর্মকর্তাদের হাতে একটি কারণ দর্শানো নোটিশ ধরিয়ে দেন।
নোটিশে বলা হয়েছে, অস্ট^চ্ছ প্রত্রিক্রয়ার মাধ্যমে সিএসবির ফিদ্ধকোয়েন্সি বরাদ্দ নেওয়া হয়েছিল। এ বিষয়ে সিএসবি কর্তৃক্ষকে ৭ দিনের মধ্যে সšেøাষজনক জবাব দিতে বলা হয় এবং ততদিন চ্যানেলটির স¤ক্স্রচার বল্পব্দ থাকবে বলে জানিয়ে দেওয়া হয়।
সিএসবির চিফ রিপোর্টার তুষার আবদুল্কèাহ জানান, কর্মকর্তারা হঠাৎ করে এসে আমাদের স¤ক্স্রচার বল্পব্দ করে দিয়েছেন। নোটিশ দিয়ে ৭ কার্য দিবসের মধ্যে সšেøাষজনক জবাব দিতে বলা হয়েছে। আমরা এখন আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে যত দ্র“ত সল্ফ¢ব নোটিশের জবাব দেব।
৭ কার্যদিবসের আগেই জবাব দেওয়ার চে®দ্বা করব।
তথ্য মšúণালয় এর আগে সিএসবির বিষয়ে একটি তদšø কমিটি গঠন করে। তথ্য মšúণালয়ের ওয়েব সাইটে জানানো হয়, তদšø কমিটির প্রতিবেদনে সিএসবির ফিদ্ধকোয়েন্সি দেওয়ার সরকারি অনুমতিপত্রটি জাল বলে প্রমাণিত হয়েছে। তদšø কমিটি সিএসবির অনুষ্ঠান স¤ক্স্রচার বল্পব্দ করার সুপারিশ করে।
কারফিউ চলাকালে তথ্য উপদে®দ্বা ব্যারি¯দ্বার মইনুল হোসেন গত ২৩ আগ¯দ্ব জানিয়েছিলেন, জরুরি ক্ষমতা বিধিমালা ভঙ্গ করে সংবাদ স¤ক্স্রচার করার অভিযোগে সরকার ইটিভি ও সিএসবিকে সতর্ক করে দেওয়ার সি™ব্দাšø নিয়েছে।
সে অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রচার অব্যাহত থাকলে তাদের বিরু™েব্দ জরুরী ক্ষমতা বিধিমালা মোতাবেক ব্যবস্ট’া নেওয়া হবে।
দুটি টিভি চ্যানেলকে নোটিশ প্রদানের অল্কপ্প কিছুদিন পরই সিএসবি চ্যানেলের স¤ক্স্রচার বল্পব্দ করা হলো। গতকাল সকালে এটর্নি জেনারেলের সঙ্গে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মঞ্জুরুল আলম, তথ্য সচিব দিদারুল আনোয়ার সহ অন্যান্য মšúণালয়ের কয়েকজন প্রতিনিধি বিশেষ বৈঠকে বসেন। বৈঠকে সিএসবি নিউজ বল্পেব্দ আইনগত কোন বাধা আছে কিনা সে স¤ক্সর্কে বিস্টøারিত আলোচনা হয়।
উল্কেèখ্য, গত বছর নভেম্বর থেকে সিএসবি তাদের কার্যত্রক্রম শুরু করে এবং এবছরের ২৬ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে স¤ক্স্রচার শুরু হয়।
২৪ ঘণ্টার এই নিউজ চ্যানেলটি অল্কপ্প কয়েক মাসের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সিএসবি জানায়, ঢাকায় প্রতিষ্ঠানটির ৪০০ জন এবং ঢাকার বাইরে ৬০০ জন সংবাদকর্মী কাজ করছেন।
সিএসবির সম্প্রচার বন্ধ
ডেসটিনি রিপোর্ট
দেশের ২৪ ঘণ্টার নিউজ চ্যানেল সিএসবি (ক্রোনাস স্যাটেলাইট ব্রডকাস্ট) নিউজ-এর সম্প্রচার বন্ধ হয়ে গেছে। ফ্রিকোয়েন্সি (তরঙ্গ) বরাদ্দ পেতে কাগজপত্রে জালিয়াতির আশ্রয় নেওয়ায় গতকাল সন্ধ্যায় বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) ৫ কর্মকর্তা ফোকাস মাল্টিমিডিয়া লিমিটেডের এ চ্যানেলটির উত্তরাস্থ প্রধান কার্যালয়ে গিয়ে সম্প্রচারের সব কার্যক্রম বন্ধ করে দেন।
পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে তরঙ্গ বরাদ্দ নিয়ে জালিয়াতি প্রসঙ্গে সিএসবি কর্তৃপক্ষকে সন্তোষজনক জবাব দেওয়ার জন্য এ সংক্রান্ত একটি চিঠি ধরিয়ে দেওয়া হয়।
সিএসবি কর্তৃপক্ষের জবাবের ওপর নির্ভর করবে চ্যানেলটির ভবিষ্যৎ।
এ বিষয়ে সিএসবি নিউজের অন্যতম পরিচালক হুম্মান কাদের চৌধুরী বলেন, বিটিআরসির এক উপপরিচালক গতকাল তাদের কার্যালয়ে এসে একটি নোটিশ দেখিয়ে তখনই সম্প্রচার বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশ দেন। তাই চ্যানেলটির সম্প্রচার বন্ধ রয়েছে।
সিএসবি ও বিটিআরসি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিটিআরসির ৫ কর্মকর্তা চ্যানেলটির উত্তরাস্থ প্রধান কার্যালয়ে যান। তারা সিএসবি কর্তৃপক্ষকে চ্যানেলের সকল কার্যক্রম এক সপ্তাহ বন্ধ রাখার বিষয়ে তথ্য মন্ত্রণালয় ও বিটিআরসির আদেশের কপি দেখান।
এরপর সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে সিএসবির সংবাদ সম্প্রচারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
উল্লেখ্য, গত মাসে তথ্য মন্ত্রণালয়ের অধীনে সকল টিভি চ্যানেলের তরঙ্গ বরাদ্দবিষয়ক তদন্ত কমিটি সিএসবির তরঙ্গ বরাদ্দ সংক্রান্ত চিঠি জাল বলে প্রমাণ পাওয়ার পর বিটিআরসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। এ ছাড়াও স¤প্রতি ঘটে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ‘অতিরঞ্জিত আকারে সংবাদ পরিবেশন’-এর অভিযোগে সরকার এ চ্যানেলকে সতর্ক করে দিয়েছিল।
বিটিআরসি সূত্র জানায়, ২০০৬ সালে দেশের প্রথম ২৪ ঘণ্টার নিউজ চ্যানেল সিএসবি নিউজ ফ্রিকোয়েন্সি বরাদ্দ পায়। অতি অল্প সময়েই এ চ্যানেলটি দর্শকপ্রিয়তা অর্জন করে।
তবে বিটিআরসি থেকে ফ্রিকোয়েন্সি বরাদ্দ সংক্রান্ত তথ্য মন্ত্রণালয়ের আদেশের চিঠি জাল করে ১৭ অক্টোবর তথ্য মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠায় সিএসবি নিউজ কর্তৃপক্ষ।
সিএসবি কর্তৃপক্ষের পাঠানো চিঠিতে মন্ত্রণালয়ের সংশিষ্ট শাখার কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব সালেহ আহমেদের স্বাক্ষরও জাল করা হয়। বিটিআরসি এ জাল চিঠির প্রেক্ষিতেই ফ্রিকোয়েন্সির অনুমতি দিয়েছিল। কিন্তু পরে এই জালিয়াতির ঘটনা ধরা পড়ে যায়।
এ নিয়ে পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশিত হলে তথ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটি তদন্ত করে ফ্রিকোয়েন্সি অনুমতি সংক্রান্ত চিঠি ও সংশিষ্ট কর্মকর্তার স্বাক্ষর জাল বলে প্রমাণ পায়। তদন্ত কমিটি ২৬ আগস্ট সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। রিপোর্ট পাওয়ার পর ২৭ আগস্ট ফ্রিকোয়েন্সি বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য মন্ত্রণালয় বিটিআরসিকে চিঠি দেয়সিএসবি নিউজের সম্প্রচার বন্ধ
। । ইত্তেফাক রিপোর্ট ।
।
ফ্রিকোয়েন্সি বরাদ্দের চিঠি নিয়ে প্রতারণার বিষয়টি প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে সংবাদভিত্তিক ২৪ ঘণ্টার চ্যানেল সিএসবি নিউজের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। বিটিআরসির পক্ষ থেকে সিএসবি নিউজকে দেয়া এক কারণ দর্শানো নোটিসে সাত কার্যদিবসের মধ্যে ফ্রিকোয়েন্সি বরাদ্দ বিষয়ক আপত্তির উপযুক্ত ব্যাখ্যা চাওয়া হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে এই চ্যানেলটি তাদের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করেছিল।
তথ্য সচিব দিদারুল আনোয়ার এ বিষয়ে ইত্তেফাককে জানিয়েছেন, ফ্রিকোয়েন্সি বরাদ্দের চিঠিটি নিয়ে প্রতারণা করায় বিটিআরসি সিএসবি নিউজের সম্প্রচার বন্ধ করেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।