আমাদের কথা খুঁজে নিন

   

কেউ কি সিএসবি নিউজের কথা মনে রেখেছেন?

একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার

গত বছর সম্ভবতঃ সেম্পেম্বর মাসে ২৪ ঘন্টার নিউজ চ্যানেল সিএসবি নিউজ বন্ধ করে দেয়া হয়। যতটুকু জেনেছি তাদের কাগজ পত্রের ঝামেলা ছিল। সরকার খোলাসা করে বা কোন মিডিয়াও খোলাসা করে বলেনি তাদের বন্ধ হয়ে যাওয়ার কারণ। সুতরাং আমরা সাধারন মানুষরাও এটার কারণ জানা থেকে বিরত ছিলাম। আমার মতে, এই চ্যানেলটি ছিল বাংলাদেশে এক নতুন ধারার চ্যানেল।

সংবাদকে যে সুন্দর একটা উপস্থাপনার মধ্যে দিয়ে জনগনের কতটা কাছে নিয়ে যাওয়া যায় তার প্রমাণ করতে পেরেছিল সিএসবি নিউজ। হঠাৎ করে এই লেঅফের সিদ্ধান্তের কারণে বেকার হতে হয়েছে অনেক সাংবাদিকের পরিবার। তারসাথে সম্পৃক্ত থাকা অনেক কর্মী। ধ্বংশ হয়েছিল একটি নতুন ধারার শিল্পের। জানিনা আর কোনদিনও আমরা দেখতে পাবো কিনা এই চ্যানেল? যদি তাদের কাজ কর্মে কোন আইনগত ত্রুটি থাকতো তবে তো সরকার সিএসবি এর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিতে পারতো।

কোন একটি কোম্পানীর লস হলে কিন্তু শুধু যে মালিকের ক্ষতি হয় তা না বরং তারসাথে জড়িত হাজার হাজার মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যায়। গুটিকয়েক লোকের ভুলের জন্য তো আর এত মানুষের ক্ষতি করা যায় না। তবে এ কথা সত্য যে, সিএসবি নিউজ সবার মন জয় করতে পেরেছিল। আমরা আবারও এই সিএসবি নিউজ দেখতে চাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।