বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
আজকের এই দিনে ঠিক একবছর আগে সন্ধ্যা বেলা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল সিএসবি নিউজের সমস্ত প্রচার। তখন আমরা সবাই একটু হলেও আশ্চর্য হয়েছিলাম সেই কন্টিনিউশন ব্রেকে। মূলতঃ সেই সময় ঐ চ্যানেলটা একটা গ্রহনযোগ্যতা পেয়েছিল খবর প্রচারের ধরন আর নতুনত্বের জন্য। আর ডেকোরেশনটা ছিলও চমৎকার।
আমাদের দেশের সবগুলো চ্যানেলই প্রায় বিনোদন ভিত্তিক। আর সিএসবি টা ছিল অনেকটা বিবিসি আদলে বলে আমার মনে হয়। তবে ওটার দরকার ছিল। ছোটবেলার কথা মনে পড়ে কোন খবর জানতে হলে সেই রাত আটটায় বিটিভির খবরের সামনে বসতে হতো। আর তার আরো অনেক পরে সব স্যাটেলাইট চ্যানেল গুলো বিভিন্ন সময় টাইম বেঁধে খবর প্রচার করতো।
কিন্তু সিএসবি এমন একটা চ্যানেল ছিল যেন আমরা যেকোন সময় টিভি অন করলেই তখনকার আপডেট নিউজটা পেতাম। বলতে গেলে তারা নতুনত্বের দাবীদার এই দেশে।
কিন্তু এমন কি দোষ তাদের ছিল যার জন্য প্রচারই বন্ধ করে দিতে হবে? যদি আইনগত কোন সমস্যা থেকে থাকতো তবে সেটার জন্য প্রয়োজনীয় শাস্তির ব্যাবস্থা করা যেত। তাদের ফাইন করা যেত মানে আর্থিক দন্ড দেয়া যেত। একটা বিরাট দক্ষ কর্মীবাহিনী হঠাৎ করে মুখ থুবড়ে পড়তে হয়েছিল।
এটা ঠিক না বলে আমি মনে করি।
আমরা কি আবার সিএসবি নিউজটা দেখতে পারবো না? এর বন্ধের পিছনে কি শুধুমাত্র ফিকোয়েন্সির দুর্নীতিই ছিল নাকি আরো কিছু আছে যেগুলো আমরা জানি না?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।